• পশ্চিমবঙ্গে প্রথম! জরুরি বিভাগের পরিষেবার বিচারে জাতীয় স্বীকৃতি পেল কলকাতার উডল্যান্ডস
    আনন্দবাজার | ১৯ মার্চ ২০২৫
  • জরুরি বিভাগের পরিষেবার বিচারে জাতীয় স্বীকৃতি পেল কলকাতার উডল্যান্ডস হাসপাতাল। পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও হাসপাতালকে জরুরি বিভাগের জন্য এই স্বীকৃতি দেওয়া হল। উডল্যান্ডস পেয়েছে এনএবিএইচ স্বীকৃতি। এর পুরো কথা হল ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস্‌ অ্যান্ড হেল্‌থ কেয়ার প্রোভাইডার্স। হাসপাতালের পরিকাঠামো, কর্মচারীদের সংখ্যা, আপৎকালীন প্রস্তুতি, ব্যবস্থাপনা-সহ একাধিক দিক বিচার করে এই স্বীকৃতি দেওয়া হয়ে থাকে।

    রোগী সুরক্ষাকে বরাবরই প্রাধান্য দিয়ে এসেছে উডল্যান্ডস। এই হাসপাতালের জরুরি বিভাগের পরিষেবাকে বিশ্বমানের করে তুলতে কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জরুরি বিভাগে মোট ১০টি শয্যা রয়েছে উডল্যান্ডসে। সেখানে যথাসম্ভব যত্ন সহকারে প্রত্যেক রোগীর চিকিৎসা করা হয়। অসুস্থতার গুরুত্ব বিবেচনা করে জরুরি বিভাগে রোগীদের অগ্রাধিকার দিয়ে থাকেন কর্তৃপক্ষ।

    জরুরি বিভাগের ১০টি শয্যাকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। তিনটি শয্যা রাখা থাকে অত্যধিক গুরুতর অসুস্থদের জন্য। আরও তিনটি শয্যা নির্দিষ্ট করা হয়েছে অপেক্ষাকৃত কম গুরুতর অসুস্থদের জন্য। এ ছাড়াও জরুরি বিভাগে রয়েছে চারটি ভেন্টিলেটর সাপোর্ট বিশিষ্ট শয্যা। সংক্রামক রোগীদের জন্য আলাদা একটি ঘরও রাখা হয়েছে উডল্যান্ডসের জরুরি বিভাগে।

    ২৪ ঘণ্টা হাসপাতালের জরুরি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন। তাঁদের প্রত্যেকে আপৎকালীন চিকিৎসায় বিশেষ ভাবে প্রশিক্ষিত। দুর্ঘটনাজনিত আঘাতের ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরুর ব্যবস্থা রয়েছে এই বিভাগে। সাফল্যের প্রসঙ্গে কথা বলতে গিয়ে উডল্যান্ডসের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিবশঙ্কর ভদ্র বলেন, ‘‘উন্নত মানের আপৎকালীন পরিষেবা দিতে আমরা দিনরাত পরিশ্রম করি। এনএবিএইচ সম্মান সেই পরিশ্রমেরই স্বীকৃতি। প্রত্যেক রোগী যাতে দ্রুত সবচেয়ে ভাল পরিষেবা পেতে পারেন, আমাদের উন্নত পরিকাঠামো, পরিষেবা এবং সর্বোপরি কর্মচারীরা তা নিশ্চিত করেন।’’

    উডল্যান্ডসের সিইও রূপক বড়ুয়া বলেন, ‘‘জরুরি বিভাগের জন্য পশ্চিমবঙ্গের প্রথম হাসপাতাল হিসাবে জাতীয় স্বীকৃতি পেয়ে আমরা গর্বিত। রোগী পরিষেবায় আমাদের পরিশ্রম স্বীকৃতি পেল।’’
  • Link to this news (আনন্দবাজার)