কলকাতাতেও কি CIA-এর গোপন ঘাঁটি রয়েছে? ভারতের আর কোন শহরে? কী হয় সেখানে? Report
হিন্দুস্তান টাইমস | ২০ মার্চ ২০২৫
রাশিয়ার ইন্টারন্যাশানাল নিউজ টেলিভিশন নেটওয়ার্ক আরটি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে। মূলত ১৯৬৩ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্য়া সংক্রান্ত বিষয়ক একটি ফাইলের প্রসঙ্গে দাবি করা হচ্ছে যে সিআইএ নিউ দিল্লি ও কলকাতায় সিক্রেট বেস রেখে দিয়েছে। দেশের অন্য়ান্য শহরের মতো দিল্লি ও কলকাতায় তাদের গোপন ঘাঁটি রয়েছে বলে দাবি করা হয়েছে। দ্য উইকের প্রতিবেদনে এমনটাই জানা গিয়েছে। তবে এর সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
সিআইএর সিক্রেট বেস সাধারণত ব্ল্যাক সাইট বলেও পরিচিত। এখান থেকে মূলত গোপন গোয়েন্দা সংক্রান্ত কাজকর্ম করা হয়। গোয়েন্দা সংক্রান্ত তথ্য় আদানপ্রদান করা হয়। এমনকী সন্দেহভাজন জঙ্গিদের জেরাও করা হয় এই সব গোপন ডেরায়। এমনটাই মনে করা হয়।
এদিকে এটা মোটামুটি পরিষ্কার যে গোটা বিশ্বজুড়ে গোপন বেস তৈরি করেছে সিআইএ। ইউক্রেনেও তাদের গোপন ডেরা রয়েছে। এদিকে সেই টুইটে উল্লেখ করা হয়েছে ভারতের মধ্য়ে দিল্লি ও কলকাতায় এই ধরনের সিক্রেট বেস রয়েছে।
সেই পোস্টে যে তালিকা রয়েছে সেখানে দেখা গিয়েছে ভারতের দিল্লি ও কলকাতায় তাদের গোপন বেস রয়েছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে রয়েছে তাদের সিক্রেট বেস। শ্রীলঙ্কার কলম্বোতে, ইরানের তেহেরানে, সাউথ কোরিয়ার সিওলে, জাপানের টোকিওতে তাদের গোপন ডেরা রয়েছে।
তবে অতীতের একাধিক রিপোর্টে রয়েছে যে ভারতে সিআইএর সঙ্গে যুক্ত ঘটনা রয়েছে। এমনটাই উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।