প্রথম মহিলা যাকে সাজা দেওয়া হল, জেলে থাকতে হবে পাঁচ বছর
আজকাল | ২০ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জাল নোট পাচারের যুক্ত থাকার ঘটনায় প্রথমবার জঙ্গিপুর মহকুমায় কোনও মহিলাকে সশ্রম কারাদণ্ডের আদেশ শোনালো আদালত।
৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জাল নোট পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার জঙ্গিপুর মহকুমা আদালতের ফাস্ট ট্রাক ফার্স্ট কোর্টের বিচারক অনিল কুমার প্রসাদ মালদা জেলার কালিয়াচক থানার পুরাতন বাবুরহাট এলাকার বাসিন্দা সঞ্জীমা খাতুন (৩৪) নামে এক মহিলাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করলেন। জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
এই মামলার সরকারি আইনজীবী রাজনারায়ণ মুখার্জি জানান,' ২০২১ সালের ১১ ডিসেম্বর ফরাক্কা থানায় কর্তব্যরত সাব-ইন্সপেক্টর বিজন রায় গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান। সেখানে সঞ্জীমা খাতুন নামে এক মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করেন। এরপর তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ভারতীয় ৫০০ টাকার ৮০০ টি জাল নোট।' তিনি জানান,' এরপর উদ্ধার হওয়া নোটগুলি পরীক্ষার জন্য রিজার্ভ ব্যাঙ্কে পাঠানো হয় এবং সেখান থেকে জানানো হয় ৫০০ টাকার নোটগুলো সবই জাল। ধৃত ওই মহিলার বিরুদ্ধে আইপিসি-র ৪৮৯ (বি )এবং ৪৯৯ (সি) ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। এই মামলায় মোট ৯ জন সাক্ষ্যদান করেছেন।' রাজনারায়ণ মুখার্জি জানান,' সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে বিচারক অনিল কুমার প্রসাদ সঞ্জীমাকে দোষী সাব্যস্ত করে বুধবার সাজা প্রদান করেছেন।জঙ্গিপুর মহকুমায় সঞ্জিমা প্রথম মহিলা যাকে জাল নোট পাচারের ঘটনায় যুক্ত থাকার জন্য সাজা দেওয়া হল। '