দিল্লিতে TMCর হাত ধরেই চলবে কংগ্রেস, প্রদেশ নেতৃত্বকে স্পষ্ট করল হাইকম্যান্ড
হিন্দুস্তান টাইমস | ২০ মার্চ ২০২৫
রাজ্যে তৃণমূল বিরোধিতা চালিয়ে গেলেও দিল্লিতে তৃণমূলেরই হাত ধরে চলবে কংগ্রেস। বুধবার দিল্লিতে প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠকে একথা স্পষ্ট করে দিল কংগ্রেস হাইকম্যান্ড। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসল AICC. আর সেখানেই জানানো হয়েছে, বিধানসভা ভোটে কংগ্রেস কার সঙ্গে জোট করবে তা ঠিক হবে পরে।
বুধবারের বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের সাংসদ রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গুলাম আহমেদ মির। প্রদেশ কংগ্রেসের তরফে হাজির ছিলেন সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সিরা। সেখানে হাইকম্যান্ডের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে দিল্লিতে বিজেপি বিরোধিতা চালিয়ে যেতে তৃণমূলকে প্রয়োজন কংগ্রেসের। কিন্তু রাজ্যে তৃণমূল বিরোধিতা চালিয়ে যাবে দল। সেজন্য একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মিটিং, মিছিল করে সাধারণ মানুষের দাবিগুলি তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। তবে বৈঠকে বামেদের সঙ্গে জোট প্রসঙ্গ ওঠেনি। বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, ভোটের ব্যাপারটা পরে ভাবা হবে। এখন মানুষের দাবি তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। গোটা রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই কংগ্রেসের সংগঠন মজবুত করতে হবে।
গেরুয়া ঝড়ে গোটা দেশে প্রায় ধুয়ে মুছে সাফ কংগ্রেস। আর সেজন্য নীতি পঙ্গুত্ব ও দীর্ঘসূত্রিতাকে দায়ী করেন অনেকেই। প্রতিবার ভোটের আগে শেষ মুহূর্তে বামেদের সঙ্গে জোটে যায় কংগ্রেস। আর ভোটে ভরাডুবির পর ‘আগে থেকে জোট করলে ভালো হত’ বলে রব ওঠে। বিধানসভা নির্বাচনের যখন বাকি আর মাত্র ১ বছর তখনও জোট বিষয়টি নিয়ে তেমন কোনও আলোচনাই হল না কংগ্রেসের অন্দরে।