• বন্ধ ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী?
    হিন্দুস্তান টাইমস | ২০ মার্চ ২০২৫
  • বন্ধ ঘর থেকে উদ্ধার হল স্বামী - স্ত্রীর দেহ। ঘটনা কলকাতা লাগোয়া গড়িয়ার আদর্শনগরের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান স্ত্রী আশা দাস । কী কারণে এই ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধারের খবর জানা যায়নি।




    জানা গিয়েছে, গত মাস ছয়েক ধরে গড়িয়ার আদর্শনগরে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন তরুণ ও আশা। একই বাড়িতে ভাড়া থাকতেন আশাদেবীর বোনও। স্থানীয়রা জানিয়েছেন, তরুণ ও আশা ২ জনেই বেসরকারি সংস্থায় চাকরি করতেন। বুধবারও তাঁদের সঙ্গে কথা হয়েছে স্থানীয়দের। কারও কোনও অস্বাভাবিকতা নজরে পড়েনি।

    বিকেলে স্কুল থেকে ফিরে আশাদেবীর বোনের ছেলে মাসি ও মেসোর ঘরে গিয়ে প্রথম তাঁদের দেহ দেখতে পায়। বিছানার ওপর শোয়ানো ছিল আশাদেবীর দেহ। গলায় ছিল আঘাতের চিহ্ন। মুখ থেকে গাল বেয়ে রক্তের দাগ ছিল। পাশেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মেসোমশাইকে।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আশাদেবীকে খুন করা হয়েছে। তাঁকে খুন করে আত্মঘাতী হয়েছেন তরুণবাবু। কিন্তু তিনি কেন এই কাণ্ড ঘটালেন তা নিয়ে আঁধারে সবাই। ঘর থেকে কোনও সুইসাইড নোট এখনও পাওয়া যায়নি। তাহলে কেন এই পদক্ষেপ বুঝতে পারছেন না আত্মীয়রাও।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)