• ২২ দিনেই চুরির কিনারা, কালী মন্দিরে লুটের ঘটনায় গ্রেপ্তার এক
    দৈনিক স্টেটসম্যান | ২০ মার্চ ২০২৫
  • বাগুইআটির চাউল পট্টির গোবিন্দচন্দ্র শেঠের বাজারের কালী মন্দিরে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। ২২ দিনের মাথায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই অপরাধীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রাজেশ দে। নদিয়ার চাকদহ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ২৫০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এবং বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে রাজেশের নাগাদ পেয়েছে পুলিশ। যদিও রাজেশের কাছ থেকে গয়না পাওয়া যায়নি।

    গত ২৪ ফেব্রুয়ারি বাগুইআটির চাউল পট্টির কালী মন্দিরে চুরি হয়েছিল। মন্দিরের সামনে ছিল সিসিটিভি ক্যামেরা থেকে রাজেশকে চিহ্নিত করে পুলিশ। ২৩ ফেব্রুয়ারি রাত ১টা ৫৫ মিনিটে তাঁকে মন্দিরে প্রবেশ করতে দেখা গিয়েছিল এবং রাত ৩টে ৪ মিনিটে তিনি বেরিয়ে যান। ওই দিন রাত সাড়ে তিনটে নাগাদ দমদম স্টেশন থেকে ধৃতকে কৃষ্ণনগর লোকালে উঠতে দেখা যায়। প্রাথমি তদন্তে পুলিশের অনুমান, রাজেশ জামাকাপড় ফেরি করার অছিলায় বিভিন্ন জায়গা চুরির জন্য রেইকি কররেন। পরে সময় সুযোগ বুঝে চুরি করে চম্পট দিতেন।

    ২৪ ফেব্রুয়ারি বাগুইআটির চাউল পট্টির গোবিন্দচন্দ্র শেঠের বাজারের কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। প্রতিমার গা থেকে উধাও হয়ে যায় কয়েক লক্ষ টাকার সোনায় গয়না। দুই নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে গয়না চুরি হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গভীর রাতে চুরির ঘটনা ঘটে। পরের দিন সকালে বাজারে এসে ব্যবসায়ীরা দেখতে পান, মন্দিরের পাশের গেটের তালা ভাঙা। তাঁরা মন্দিরের মধ্যে ঢুকেই দেখতে পান প্রতিমার সমস্ত সোনার অলঙ্কার চুরি গিয়েছে। প্রসঙ্গত, ১৪ আগে এই মন্দির থেকে প্রতিমার ২০ থেকে ২৫ ভরি সোনার গয়না চুরি হয়েছিল। আজও সেই চুরির কিনারা হয়নি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)