• তাজপুরে ২টি অবৈধ হোটেল নির্মাণ বন্ধের নির্দেশ
    দৈনিক স্টেটসম্যান | ২০ মার্চ ২০২৫
  • তাজপুরে দুটি অবৈধ হোটেল নির্মাণ বন্ধ করে দিল প্রশাসন। এব্যাপারে রামনগর ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে। এছাড়া দুটি হোটেল মালিককে অবৈধ গার্ডওয়াল নির্মাণের জন্য ‘শোকজ’ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, সমুদ্রতট দখল করে ওই গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে। সেজন্য আগামী ৭ দিনের মধ্যে ওই দুই হোটেল মালিক সন্তোষজনক জবাব না দিলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

    রামনগর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক দেবাশিস দত্ত বলেন, ‘অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমরা সবসময় কাজ করে থাকি। দু’টি লজে আগে নোটিস পাঠানো হয়েছিল। পুনরায় নতুন করে নির্মাণ কাজ করছে জানতে পেরেই, তা বন্ধের নোটিস পাঠানো হয়েছে। এরপরও নির্মাণ কাজ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    প্রসঙ্গত তাজপুর পর্যটন কেন্দ্রে অবৈধ নির্মাণের অভিযোগ এই প্রথম নয়। এর আগেও এই একই কারণে রামনগর ১ ব্লক ভূমি ও ভূমিসংস্কার দপ্তর একাধিকবার এমন নোটিস জারি করেছিল। তা সত্ত্বেও একধরনের অসাধু ব্যবসায়ীদের কোনও হেলদোল নেই। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, কার মদতে হোটেল ব্যবসায়ীরা এই প্রশাসনিক নির্দেশিকাকে উপেক্ষা করছেন?

    সিলামপুর, দক্ষিণ পুরুষোত্তমপুর, সোনামুই মৌজায় নিচু জলাজমি ভরাট করে চলছে একের পর এক নির্মাণ। এব্যাপারে স্থানীয় প্রশাসন একপ্রকার উদাসীন বলে অভিযোগ উঠতে শুরু করেছে। বুধবার যে দু’টি হোটেলকে নোটিস পাঠানো হয়েছে, সেই দু’টি হোটেল একদম সমুদ্রের চরের উপর গার্ডওয়াল বসিয়ে মাটি ভরাটের কাজ শুরু করেছে। কোথাও আবার সমুদ্র পাড়েই সুইমিং পুল তৈরির কাজ চলছে। পাশাপাশি জোয়ারের সময় সমুদ্রের জল গার্ডওয়ালে ধাক্কা মেরে ভিতরে ঢুকছে। অভিযোগ, দিনের আলোয় অবৈধ নির্মাণ কাজ হলেও পুলিশ চুপ। কোনও ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।

    উল্লেখ্য, কোস্টাল রেগুলেশন জোন অর্থাৎ সিআরজেড আইন অনুযায়ী, জোয়ারের সময় সমুদ্রের জল যত দূর পৌঁছয়, সেখান থেকে ২০০ মিটারের মধ্যে কোনও নির্মাণ কাজ করা যায় না। অথচ, তাজপুরের সৈকতপাড়ে এমন অনেক লজও রয়েছে, যেখানে সমুদ্রের ঢেউ তার দেওয়ালে আছড়ে পড়ছে। শুধু তাই নয়, কোথাও আবার জোয়ারের জল গার্ডওয়াল টপকে ঢুকে পড়ছে, সৈকতের ধারে এমন বেশ কয়েকটি হোটেলও রয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)