• বাউড়িয়ার জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাংশ, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন ...
    আজকাল | ২০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাউড়িয়া নর্থ জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই ২ নং ইউনিট। ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল। ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভায়। জুটমিলের ২নং ইউনিটে আগুন লাগার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় মিল চত্বর। দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মিলে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

    ভাগীরথীর পশ্চিম পাড়ে বাউড়িয়া জুটমিল। তিন সিফটে হাজারও শ্রমিক কাজ করেন। বৃহস্পতিবার সকালে মিলে আগুন লাগার ঘটনাটি ঘটে। মিলের ২নং ইউনিটে দাউদাউ করে আগুনে জ্বলতে থাকে। যা দেখে তীব্র আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। মিলে থাকা সমস্ত দ্রাহ্য পদার্থ পুড়ে গিয়েছে। আগুন লাগার কারণে এদিন ওই ইউনিট বন্ধ রাখা হয়েছে। ফলে বেলার সিফটে কাজে এসে অনেকেই ফিরে যান।

    দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। দ্রাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। এই ঘটনায় কেউ আহত হননি। তবে ওই ইউনিটের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। উল্লেখ্য এর আগেও বাউড়িয়ায় নর্থ জুটমিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। কয়েক বছর আগে এই মিলের পাটের গুদামে ভয়াবহ আগুন লাগে। দ্রুত সেই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ে। ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিলেন এক শ্রমিক।
  • Link to this news (আজকাল)