• স্পিভাককে অভিনন্দন এক্স-এ, ধন্যবাদ জানিয়ে মমতাকে চিঠি গায়ত্রীর...
    আজকাল | ২০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে তাঁর সাম্প্রতিক পুরস্কার প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন এক্স-এ। নরওয়ের সরকার ও বার্গেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। এই অভিনন্দন বার্তার পরিপ্রেক্ষিতে অধ্যাপক স্পিভাক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটি ধন্যবাদসূচক চিঠি পাঠিয়েছেন।

    চিঠিতে স্পিভাক উল্লেখ করেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দারিদ্র্য হ্রাসের উদ্যোগ এবং পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষতার রক্ষার প্রচেষ্টার ব্যাপারে অবগত। পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া জেলাগুলিতে তিনি গত চল্লিশ বছর ধরে কাজ করছেন এবং গণতান্ত্রিক শিক্ষার জন্য তাঁর গভীর দায়বদ্ধতা আছে। তিনি তৃণমূল সুপ্রিমোর দারিদ্র্য নিরসনের প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং তাঁর পুরস্কারের প্রসঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

    স্পিভাক তাঁর চিঠিতে আরও উল্লেখ করেন যে, তিনি পশ্চিমবঙ্গের সাহিত্যকে বিশ্বব্যাপী পরিচিত করার লক্ষ্যে কাজ করছেন এবং এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীর অনুমোদন খুবই গুরুত্বপূর্ণ। তিনি পশ্চিমবঙ্গ ও ভারতের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তিত এবং মমতার ধর্মনিরপেক্ষতার অবস্থানের সমর্থন করেছেন। চিঠি প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে প্রতিক্রিয়া দিয়ে মুখ্যমন্ত্রী জানান তিনি গায়ত্রী চক্রবর্তীর  চিঠি আজকেই পেয়েছেন। "আমি আপ্লুত ওঁর চিঠি পেয়ে। উনি দীর্ঘদিন ধরেই প্রান্তিক মানুষের জন্য কাজ করছেন। আমাদের একসঙ্গে আরও এই ধরণের কাজ করতে হবে," জানান তিনি।
  • Link to this news (আজকাল)