• ‘সব গয়না দিয়ে দাও আমাকে’, ছাত্রীর বাড়ি লুঠের চেষ্টা, গলাটিপে নাবালিকাকে হত্যার চেষ্টা শিক্ষকের...
    আজকাল | ২০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ছাত্রীর বাড়িতে গিয়ে লুঠের চেষ্টা। শুধু তাই নয়, গয়না হাতিয়ে নেওয়ার চেষ্টার পর ছাত্রীকে খুনের চেষ্টা। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার শিক্ষক। পুলিশ সূত্রের খবর, জেরায় শিক্ষক স্বীকার করেছেন সমস্ত অভিযোগ। 

    বুধবার, ১৯শে মার্চ চিতপুর থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ করেছে ১১ বছরের ওই নাবালিকা নিজেই। তার অভিযোগ, গতকাল অর্থাৎ মঙ্গলবার, ১৮ মার্চ বিকেল ৩টা ১৫ নাগাদ তার সাঁতার শিক্ষক সন্দীপ শাও বাড়িতে গিয়ে সব গয়না দিয়ে দেওয়ার কথা বলেন, নাবালিকাকে গলাটিপে হত্যার চেষ্টা করেন।  অভিযোগ প্রথমে গামছা দিয়ে গলাটিপে ধরেন, পরে রান্নাঘর থেকে ছুরি এনে আঘাত করেন। 

    অভিযুক্ত সন্দীপ শাও-কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, জেরায় তিনি অভিযোগ স্বীকার করে নিয়েছেন।  নাবালিকার অস্ত্রোপচার হয়েছে, চিকিৎসা চলছে।
  • Link to this news (আজকাল)