• ব্যারাকপুর স্টেশনে পূর্ব রেলের লেভেল ক্রসিং বিষয়ক নিরাপত্তা প্রচার
    দৈনিক স্টেটসম্যান | ২০ মার্চ ২০২৫
  • লেভেল ক্রসিং-এর গেট বন্ধ থাকাকালীন প্রবেশ করা অনৈতিক এবং বিপজ্জনক। শহরতলির বিভাগগুলিতে প্রায়ই দেখা যায়, ট্রেন আসার সময় লেভেল ক্রসিং-এর গেট বন্ধ থাকলেও পথচারীরা এবং গাড়িচালকরা প্রায়ই লেভেল ক্রসিংয়ের মধ্যে দিয়ে যাতায়াত করেন। নিজেদের খুশিমতো তাঁরা লেভেল ক্রসিং অতিক্রম করেন, যার ফলে রাস্তায় যানজট সৃষ্টি হয় এবং সড়কপথে যাত্রীদের যাতায়াতেও অসুবিধা হয়। শুধু তাই নয়, ট্রেন চলাচলও বিলম্বিত হয়।

    পূর্ব রেলের জনসংযোগ বিভাগের আধিকারিক এবং কর্মীরা, ব্যারাকপুরের আরপিএফ পোস্টের আরপিএফ কর্মীদের সহযোগিতায়, বুধবার শিয়ালদহ ডিভিশনের ব্যারাকপুর স্টেশনের কাছে লেভেল ক্রসিং গেট নং ১৪/এসপিএল/টি-তে একটি সচেতনতা শিবিরের আয়োজন করেছিলেন। প্রচারাভিযানের সময়, লেভেল ক্রসিং অতিক্রমকারী পথচারী এবং গাড়ির চালকদের লেভেল ক্রসিং গেট দিয়ে যাওয়ার সময় অনুসরণীয় নিয়মগুলি সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছিল।

    এছাড়াও, পূর্ব রেলের জনসংযোগ বিভাগের কর্মীরা এবং আরপিএফ-এর আধিকারিকরা লেভেল ক্রসিং গেটটি সুষ্ঠুভাবে বন্ধ ও খোলার সময় পথচারীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। এই নিয়মগুলি ঠিকভাবে মেনে চললে আসন্ন ট্রেনের যাতায়াত স্বাভাবিক থাকবে এবং সড়কপথেও কোনো সমস্যা হবে না।

    পাশাপাশি, তথ্য, শিক্ষা ও যোগাযোগের (আই.ই.সি) উপকরণ বিতরণ এবং ব্যানার প্রদর্শনের মাধ্যমে লেভেল ক্রসিং অতিক্রম করার সময় করণীয় ও বর্জনীয় বিষয়গুলি জানানো হয়েছিল। আরপিএফ কর্মীরা লাউডহেলারের মাধ্যমে পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেন। লেভেল ক্রসিং অতিক্রম করার সময় নিরাপত্তা বিধি প্রচারের এই উদ্যোগটি পথচারীদের কাছ থেকে প্রশংসা অর্জন করেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)