পূর্ব রেলের তিনটি সাবওয়ে সম্প্রসারণের ঘোষণা রেলমন্ত্রীর
দৈনিক স্টেটসম্যান | ২০ মার্চ ২০২৫
লোকসভায় এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি পূর্ব রেলের অধীনে তিনটি সাবওয়ে সম্প্রসারণ নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন। রেলমন্ত্রী জানান, পূর্ব রেলের অধীনে বারুইপুর-মাগরা স্টেশন রোডের কাছে ডায়মন্ড হারবার রোডে, হুগলি-চুঁচুড়া এবং কলকাতার বেহালা এলাকায় তিনটি সাবওয়ে সম্প্রসারণের কাজ হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির কাজ দ্রুতগতিতে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, লেভেল ক্রসিংয়ের পরিবর্তে রোড ওভার ব্রিজ (আরওবি) এবং রোড আন্ডার ব্রিজ (আরইউবি) নির্মাণের কাজ একটি চলমান প্রক্রিয়া। লক্ষ্য যানজট কমানো, সুরক্ষা বাড়ানো এবং স্থানীয়দের জন্য সুবিধা নিশ্চিত করা। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবওয়ে সম্প্রসারণের ফলে যানবাহনের চাপ কমবে এবং লেভেল ক্রসিং এর মাধ্যমে সৃষ্ট দীর্ঘ যানজটের সমস্যা সমাধান হবে। সেই সঙ্গে, রেলযাত্রী ও সাধারণ পথচারীদের নিরাপত্তাও বৃদ্ধি পাবে।
এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কাজগুলি পরিচালিত হচ্ছে। রেলমন্ত্রক আরও জানিয়েছে, প্রকল্পগুলির মান যাচাই ও তদারকির জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তারা কাজের অগ্রগতি নিরীক্ষণ এবং প্রকল্প সম্পূর্ণ করার সময়সীমা মেনে চলার বিষয়ে জোর দিচ্ছে। উল্লেখ্য, এই ধরনের উন্নয়নমূলক কাজগুলি শুধুমাত্র রেলওয়ের পরিকাঠামোকে শক্তিশালী করছে না, বরং সাধারণ মানুষের যাতায়াতের অভিজ্ঞতাকেও উন্নত করছে। ফলে সামগ্রিকভাবে পূর্ব রেলের পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।