• 'রাজ্যে হব ১৮০ অন্তত'!
    ২৪ ঘন্টা | ২০ মার্চ ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো:  বছর ঘুরলেই বিধানসভা ভোট।  'রাজ্যে হব ১৮০ অন্তত',  নিজের খাসতালুক তমলুকে এবার বিজেপি কর্মী-সমর্থকদের শপথ নেওয়ার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। সঙ্গে হুঁশিয়ারি,  'মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করব'।

    দোলের অশান্তির অভিযোগে পথে শুভেন্দু। হাইকোর্টের অনুমতিতে তামলুকে মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা।  ঘড়িতে তখন  ১টা বেজে ৩০ মিনিট। তমলুকে রাজবাড়ি ময়দান থেকে শুরু হয় মিছিল। এরপর তমলুক কোর্টের সামনে সেই মিছিলে যোগ দেন শুভেন্দু। সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ দিব্য়েন্দু অধিকারী, বিধায়ক অশোক দিন্দা-সহ স্থানীয় বিজেপি নেতারা।

    মিছিলে হাঁটতে হাঁটতে শুভেন্দু বলেন, 'ইট মারলে পাটকেল খেতে হবে। হিন্দু জেগে গিয়েছে'। বাংলায় কি আইনশৃঙ্খলা আছে? তাঁর জবাব, 'নেই, সরাতে হবে। তালিবান সরকারকে সরাতে হবে'। এরপরই 'মমতা হটাও' স্লোগান দিতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে। হাইকোর্টের নির্দেশ মতোই দুপুর আড়াইটে নাগাদ মিছিল শেষ হয় তমলুকের হাসপাতালে মোড়ে। ক্ষুদিরামে মূর্তির সামনে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, 'এই জেলার দুটি লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব ১৬, রাজ্য়ে হব ১৮০ অন্তত'।

    তমলুকে অবশ্য এই মিছিল করার অনুমতি দিতে রাজি ছিল না পুলিস। এরপর মামলা গড়ায় হাইকোর্টে। গতকাল, বুধবার তমলুকে শর্তসাপেক্ষে শুভেন্দুকে মিছিল করার অনুমতি দেন  বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

  • Link to this news (২৪ ঘন্টা)