• প্রেসিডেন্সির মেধাবী ছাত্র! নিউটাউনের ৬ তলা অফিস থেকে পড়ে 'রহস্যমৃত্যু' সচ্ছ্বল-সফল IT কর্মীর...
    ২৪ ঘন্টা | ২০ মার্চ ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহুতল অফিস থেকে পড়ে 'রহস্যমৃত্যু' তথ্যপ্রযুক্তি কর্মীর। মৃতের নাম দ্বৈপায়ন ভট্টাচার্য। ঘটনাটি ঘটেছে কলকাতার নিউটাউনে। প্রাথমিকভাবে পুলিস মনে করছে, আত্মঘাতী হয়েছেন দ্বৈপায়ন ভট্টাচার্য নামে ওই তথ্যপ্রযুক্তি কর্মী। রহস্যমৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।

    দ্বৈপায়ন ভট্টাচার্য নামে ওই তথ্যপ্রযুক্তি কর্মীর বয়স ৫০ বছর। কলকাতার নিউটাউনের অফিসের ৬ তলা থেকে পড়ে যান তিনি। লাঞ্চের কিছু পর, বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম দ্বৈপায়ন ভট্টাচার্যকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আত্মহত্যা না দুর্ঘটনায় মৃত্যু? পুলিস তাঁর পড়ে যাওয়া ও রহস্যমৃত্যুর ঘটনায় সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

    ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, দ্বৈপায়ন ভট্টাচার্যের পরিবার অত্যন্ত-ই সচ্ছল। ডন বসকো ও প্রেসিডেন্সি কলেজের মেধাবী ছাত্র ছিলেন তিনি। তথ্যপ্রযুক্তি কর্মী হিসেবে নিজে যথেষ্ঠ সফল। কলকাতার বিভিন্ন নামকরা ক্লাবের সদস্যও ছিলেন তিনি। তাঁর স্ত্রীও একজন তথ্যপ্রযুক্তি কর্মী। তবে তাঁর ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা চলছিল কিনা, বা কোনও আর্থিক সমস্যায় তিনি ভুগছিলেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।

    কারণ সূত্র মারফত পুলিস এটাও জানতে পেরেছে যে, মানসিক অবসাদে ভুগছিলেন তথ্যপ্রযুক্তি কর্মী দ্বৈপায়ন ভট্টাচার্য। অবসাদ কাটাতে চিকিৎসা চলছিল তাঁর। এখন কী কারণে অবসাদে ভুগছিলেন তিনি? তাঁর ল্যাপটপ, ফোন ও অন্যান্য গ্যাজেট পরীক্ষা করে উত্তরের সন্ধানে পুলিস। দেহের ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিস। 

    iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

    কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

  • Link to this news (২৪ ঘন্টা)