লাগাতার অধিবেশন বয়কট ঠিক হয়নি, দলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বেসুরো বিজেপি বিধায়ক
হিন্দুস্তান টাইমস | ২০ মার্চ ২০২৫
বাজেট অধিবেশনে বিজেপির লাগাতার অধিবেশন বয়কটের সিদ্ধান্তের বিরোধিতায় প্রকাশ্যে সরব হলেন দলীয় বিধায়ক বঙ্কিম ঘোষ। এদিন বিধানসভার সামনে দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে দলীয় সিদ্ধান্তের সমালোচনা করেন। আর তার পরই বঙ্কিমবাবু তৃণমূলে যোগদান করতে পারে বলে গুঞ্জন ছড়ায়। তবে বিজেপি নেতৃত্বের দাবি, তেমন কোনও সম্ভাবনা নেই।
এদিন ছিল বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন। অধিবেশনের শেষ দিনে বঙ্কিমবাবু বলেন, ‘লাগাতার বিধানসভার অধিবেশন বয়কট করা বোধ হয় আমাদের ঠিক হয়নি। মানুষের কথা তুলে ধরতে বিধানসভায় থাকা উচিত ছিল আমাদের। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা বাজেট নিয়ে আলোচনার দিন বিধানসভা থাকলে ভালো হত। কিন্তু সরকার অনেক সময় এমন কাজ করে যে আমরা তাদের ফাঁদে পড়ে যাই। বিষয়টা নিয়ে দলীয় নেতত্বের সঙ্গে কথা বলব।’
এর পরই বঙ্কিমবাবুর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। তবে সেই জল্পনা খারিজ করে দিয়েছেন তিনি। বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ বলেন, বঙ্কিমদা আমাদের সঙ্গেই আছেন। তবে উনি যে কথা গুলো বলেছেন সেগুলো দলের সিদ্ধান্তের বিরোধী। এই কথাগুলো উনি দলের মধ্যে বললেই ভালো করতেন। আমাদের দলে গণতন্ত্র রয়েছে। এখানে সবাই নিজের মত রাখতে পারেন।
ওদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ইগোর কারণে এবার ইচ্ছা না থাকলেও লাগাতার অধিবেশন বয়কট করতে বাধ্য হয়েছেন বহু বিজেপি বিধায়ক। বাজেট অধিবেশনের শুরুতেই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেন স্পিকার। তার পর থেকে লাগাতার অধিবেশন বয়কট শুরু করে বিজেপি। আর প্রায় প্রতিদিনই বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভার বাইরে বিক্ষোভে সামিল হন শুভেন্দুবাবু।