• রাজসাক্ষী হয়েছে জামাই, পার্থর জন্য আরও একটা খারাপ খবর এল সুপ্রিম কোর্ট থেকে
    হিন্দুস্তান টাইমস | ২০ মার্চ ২০২৫
  • সিবিআইয়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের করা জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে হলফনামা পেশের জন্য বাড়তি সময় দাবি করে সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে ২ সপ্তাহ পর শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি।




    গত ২০ জানুয়ারি ইডির করা মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে আদালত। কিন্তু সিবিআইয়ের করা মামলায় এখনও জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডি মামলায় জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ। বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে সেই মামলার শুনানিতে সিবিআইয়ের তরফে জানানো হয় হলফনামা জমা দিতে তাদের কিছুটা সময় প্রয়োজন। হলফনামা জমা দিতে আদালতের কাছে ৪ সপ্তাহ সময় চান সিবিআইয়ের আইনজীবী। কিন্তু ২ সপ্তাহ সময় বরাদ্দ করেন বিচারপতি। তার পর মামলাটিকে ফের তালিকাভুক্ত করার নির্দেশ দেন তিনি।

    বলে রাখি, সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। কী ভাবে নিয়োগ দুর্নীতির কালো টাকা পার্থ সাদা করেছেন তা আদালতের সামনে গোপন জবানবন্দিতে জানিয়ে দিয়েছেন তিনি। এর পর পার্থর জামিন পাওয়া বেশ কঠিন বলে মনে করছেন অনেকেই।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)