টানা তিনদিন কমে যেতে পারে লোকাল ট্রেনের গতি, বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের
আজকাল | ২১ মার্চ ২০২৫
বিভাস ভট্টাচার্য: ধেয়ে আসছে কালবৈশাখী। আগামী ২০ থেকে ২২ মার্চ রাজ্যের বিভিন্ন জেলার উপর দিয়ে যা বয়ে যেতে পারে। ইতিমধ্যেই আবহাওয়া অফিস থেকে এই বিষয়ে সতর্কতা জারি করে বলা হয়েছে, ওই তিনদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঝড়ের মোকাবিলায় যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে ভারতীয় রেলের তরফেও নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। ইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম এবিষয়ে তাঁর ডিভিশনকে গৃহীত সিদ্ধান্তগুলি মেনে চলার বিষয়ে নির্দেশিকা জারি করেছেন বলে জানান শিয়ালদহ ডিভিশনের সিনিয়র মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।
রেলের তরফে জানানো হয়েছে, ২০ থেকে ২২ মার্চ অন্যান্য সতর্কতামূলক বিষয়ের সঙ্গে যে বিষয়টি খেয়াল রাখা হবে সেটা হল ট্রেনের গতি। হাওয়া জোরে বইলেই কমিয়ে দেওয়া হবে লোকাল ট্রেনের গতি। এটা নির্ভর করবে হাওয়ার বেগের উপর। ঝড়ের সময় ওভারহেড তার বা অন্যান্য যন্ত্রাংশে কোনও ক্ষতি না হয় সেবিষয়ে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বজ্রপাতের থেকে সিগন্যালিং ও অন্যান্য যন্ত্রপাতি রক্ষা করতে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ ও নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রেললাইনের ধারে গাছের ডালপালা ছাঁটার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে নেওয়া হয়েছে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ।