তিনি গত তিন বছরের বেশি সময় ধরে জয়ন্তিকা চা বাগানে কর্মরত ছিলেন। পুলিশের সন্দেহ, বৃহস্পতিবার বাইক নিয়ে আসার পথে কেউ বা কারা তাঁর ঘাড়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে খুন করেছে। ঘটনাস্থলেই তাঁর বাইকটি উদ্ধার করেছে পুলিশ।
এদিন ঘটনাস্থলে পুলিশ ছাড়াও যায় ফরেন্সিক টিম। এই ঘটনায় চা বাগানের এক কর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাকে জেরা করে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ। খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারের লোকজনকে।
গোটা এলাকাই এই খুনের পর থমথমে হয়ে যায়। ফাঁসিদেওয়া থানার পুলিশ ছাড়াও ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় মহকুমা পুলিশ আধিকারিক।