• রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল গ্রেটার নেতা বংশীবদন বর্মনকে...
    আজকাল | ২১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজবংশী ভাষা আকাদেমির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল গ্রেটার নেতা বংশীবদন বর্মনকে। তার জায়গায় নতুন চেয়ারম্যান করা হয়েছে বিজেপির সাংসদ নগেন রায়ের ঘনিষ্ঠ হরিহর দাসকে। তাঁর বাড়ি কোচবিহার ২ ব্লকের যজ্ঞনারায়ণের কুঠি এলাকায়। হরিহর গোঁসাইয়েরহাট হাইস্কুলের ভূগোলের শিক্ষক। বংশীবদনকে ছেঁটে ফেলে হরিহরকে রাজবংশী ভাষা আকাদেমির চেয়ারম্যান করায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। 

    জানা গিয়েছে, সক্রিয় রাজনীতির সঙ্গে বরাবরই জড়িত ছিলেন হরিহর। তিনি কোচবিহার জেলা বিজেপির এসসি মোর্চার সভাপতির পদে ছিলেন। গত লোকসভা নির্বাচনের সময়েও কোচবিহারে তিনি তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার বিপক্ষে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচার করেছিলেন। নতুন পদ পেয়ে হরিহর বলেন, "আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। মুখ্যমন্ত্রী আমাকে এমন দায়িত্ব দেওয়ায় আমি তাঁর কাছে কৃতজ্ঞ। তাঁর সম্মান রেখে আমি ভাষা অ্যাকাডেমির উন্নয়ন ও প্রসারে কাজ করে যাব।"

    গত পাঁচ-ছয় বছর ধরে বংশীবদন অ্যাকাডেমির চেয়ারম্যান পদে থাকলেও সংস্থার কাজে গতি আসেনি বলে অভিযোগ। এমনকি নিয়ম করে সংস্থার বৈঠকও প্রায় হত না। পাশাপাশি সম্প্রতি রাজ্যের শাসকদল সম্পর্কে কিছু বেফাঁস মন্তব্য করছিলেন বংশীবদন বর্মণ, যা তৃণমূলের রাজ্য নেতৃত্ব একেবারেই ভালোভাবে নেয়নি। 

    এই বিষয়ে বংশীবদন বর্মণ বলেন, "যেহেতু আমি দু'টি পদে চেয়ারম্যান রয়েছি সেই কারণে দিন সাতেক আগে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমাকে ফোন করে জানানো হয় টেকনিকালি অসুবিধা হচ্ছে। আপনি যে কোনও একটিতে থাকুন, একটি পদ ছাড়ুন। আমি বলেছি, আমি তো নিজে পদে বসিনি। উনি যখন বসিয়েছেন, তাহলে সরাতে চাইলে দু'টি পদ থেকেই সরিয়ে দিন। তখন তাঁরা বলেন, আপনি একটি পদে থাকুন। আমি তাঁদের কাছে রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডে থাকার ইচ্ছা প্রকাশ করি।" তিনি আরও বলেন, "আমি রাজবংশী মানুষ। রাজবংশী মানুষের উন্নয়নের জন্য সব সময় কাজ করে যাব। তাতে পদ থাকল, কী না থাকল, কিছু যায় আসে না।''

    এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "মুখ্যমন্ত্রী যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন তিনি চিন্তাভাবনা করেই করেছেন। বিষয়টিকে স্বাগত জানাই।"
  • Link to this news (আজকাল)