• বিদেশ যাচ্ছেন প্রশাসনিক প্রধান, প্রশাসনিক কার্যকলাপ তখন দেখভাল করবেন কে? লন্ডন যাওয়ার আগে জানিয়ে দিলেন মমতা...
    আজকাল | ২১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাত দিনের বিদেশ সফরে যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। লন্ডনের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও রয়েছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ কর্মসূচি। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান যখন রাজ্যের বাইরে থাকবেন, তখন রাজ্যের প্রশাসনিক কার্যকলাপ সামলাবেন কে? কীভাবে সিদ্ধান্ত নেওয়া হবে? বৃহস্পতিবার নবান্নে প্রশ্নের উত্তর দিলেন খোদ প্রশাসনিক প্রধান। 

    জানালেন, রাজ্যের পাঁচ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমকে নিয়ে গড়লেন টাস্ক ফোর্স। আইনশৃঙ্খলায় নজরদারি থাকবে রাজীব কুমার ও মনোজ বর্মার। স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, প্রভাত মিশ্র ও বিবেক কুমারকে বড় দায়িত্ব দিয়েছেন তিনি। এই পাঁচজন দৈনন্দিন নজর চালাবেন ব্লক-জেলা সর্বত্র। পাঁচ মন্ত্রী মমতার অনুপস্থিতিতে বসবেন নবান্নে, যোগাযোগ রাখবেন উপরোক্ত অফিসারদের সঙ্গে। রাজ্যে এই সময়কালে কোনও সমস্যা হলে, তাঁরা নিজেরা সিদ্ধান্ত না নিয়ে, যোগাযোগ করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। 

    রাজ্যের মুখ্যসচিব যেহেতু যাচ্ছেন মমতার সঙ্গেই, যাওয়ার আগে তিনি জেলাশাসক, এসপিদের সঙ্গে বৈঠক করবেন। দলের বিষয়েও জানিয়ে দিলেন, তাঁর অনুপস্থিতিতে রইলেন অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সী-সহ অন্যান্যরাও।  

    লন্ডনে কবে কোথায় অনুষ্ঠান রয়েছে মমতার? নিজের বিদেশ সফরের বিস্তারিত বিবরণও দিলেন তিনি। জানালেন, লন্ডন যাতায়াতেই তাঁর সময় লাগবে দু’ দিন। মাঝে একদিন রবিবার। বাকি চারদিন রয়েছে ঠাসা কর্মসূচি। রয়েছে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠান, রয়েছে বাণিজ্য বৈঠক। ২৪ মার্চ ভারতীয় হাইকমিশনের বৈঠক, ২৫ মার্চ রয়েছে বিজিবিএস-এর অনুষ্ঠান, ২৬ মার্চ রয়েছে জি টু জি-র অনুষ্ঠান, ২৭ মার্চ অক্সফোর্ডে অনুষ্ঠান, ২৮ মার্চ লন্ডন থেকে রওনা দেবেন তিনি। মমতা জানালেন, ইদ, বাসন্তীপুজো এর পরেই, তাই ওই সময়টায় রাজ্যে থাকতে চান তিনি।
  • Link to this news (আজকাল)