মানিকতলায় বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, ঘটনার তদন্তে পুলিশ...
আজকাল | ২১ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উত্তর কলকাতার মানিকতলা এলাকার সিমলা রোডের একটি বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। মৃত যুবকের নাম বিকাশ মালাকার। বয়স ৩২ বছর।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিট দেহটি নজরে আসে এলাকাবাসীর। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিকাশের ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, গলায় ফাঁস দিয়ে ঝুলে মৃত্যু হয়েছে ওই যুবকের। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন বিকাশ। মানিকতলা থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বিকাশের বাড়ি পশ্চিম মেদিনীপুরে। সেখানে তাঁর স্ত্রী ও ছেলে থাকে। মানিকতলায় বিকাশ তাঁর মায়ের সঙ্গে থাকতেন। পেশায়া গাড়িচালক ছিলেন এবং মা গৃহপরিচারিকার কাজ করতেন। বিকাশের মা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে কাজের সূত্রে বাইরে গিয়েছিলেন তিনি। সেই সময় বাড়ি ফাঁকা এমন ঘটনা ঘটেছে।
এই ঘটনার পেছনে পারিবারিক অশান্তির কারণ ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। স্ত্রী ও শিশুপুত্রকে ছেড়ে কেন এখানে থাকতেন তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহটি উদ্ধার করে আর জি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।