• ক্লাসরুমেই ছাত্রীদের গোপনাঙ্গে হাত, মোবাইলে অশালীন চ্যাট! তারপর...
    ২৪ ঘন্টা | ২১ মার্চ ২০২৫
  •                           

     জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিদ্যালয়ে তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভয়ংকর অভিযোগ। 

    রাতে মেসেজ বক্সে অশ্লীল মেসেজ, বিভিন্নভাবে পড়ানোর নাম করে তাঁদের গোপন জায়গায় হাত দেয় শিক্ষকরা, ওই তিন শিক্ষকের বিরুদ্ধে উঠেছে ছাত্রীদের হেনস্থা করার অভিযোগ। শিক্ষকদেরকে ঘিরে বিক্ষোভ স্থানীয় ও পড়ুয়াদের অভিভাবকদেরকালনার পূর্বস্থলীর কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ের ঘটনা।

    এই অভিযোগের পর স্কুল ছুটির সময় স্কুলে অভিভাবক এবং এলাকাবাসীরা বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে উত্তাল স্কুল চত্বর, TIC র পদত্যাগের দাবি করেন। ঘটনার স্থলে পূর্বস্থলী থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। পূর্বস্থলী থানার পুলিশের সাথে ও বাক বিতন্ডা শুরু হয় এলাকাবাসীর। TIC--এর পদত্যাগের দাবিতে স্কুল ঘরের সামনে বিক্ষোভ দেখানো হয়। অভিযুক্ত শিক্ষক বিজয় সরদার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ  অস্বীকার করেছেন। বাকি অভিযোগ ওঠা দুই শিক্ষকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    এ প্রসঙ্গে স্কুলের TIC নিরঞ্জন মন্ডল তিনি বলেন, স্কুলের ছাত্র-ছাত্রীদের তরফে একটি অভিযোগ জমা পড়েছিল, সেই অভিযোগটি পূর্বস্থলী থানা পুলিশের কাছে ফরোয়ার্ড করা হয়েছে। তারাই যা আইনানুগ ব্যবস্থা নেবেন। জানা গিয়েছে স্কুলেরই শিক্ষক আলমগীর হোসেন, সত্যজিৎ চৌধুরী ও বিজয় সরদার এর বিরুদ্ধে উঠেছে ছাত্রীদের হেনস্থার অভিযোগ বহুদিনের। রাতে ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ সত্যজিৎ চৌধুরীর বিরুদ্ধে। অন্যদিকে আলমগীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ তিনি ছাত্র-ছাত্রীদের বাজে ভাবে টাচ করতেন। অন্যদিকে বিজয় সর্দার নিজের সঙ্গে নানান মেয়ের নাম জড়িয়ে ছাত্রীদের সঙ্গে  সম্পর্ক রয়েছে,  বিয়েও করবে-- এমন বার্তা ছড়ানোর অভিযোগ।

    তিনজনের বিরুদ্ধেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে স্কুল কর্তৃপক্ষর কাছে। ঘটনার জেরে এখনও পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারির দাবিতে চলছে বিক্ষোভ। ঘটনাস্থলে হাজির পূর্বস্থলী থানার বিশাল পুলিশ বাহিনী।

     

  • Link to this news (২৪ ঘন্টা)