জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্য়ে ফের নাবালিকাকে 'ধর্ষণ'। কাঠগড়ায় এবার গৃহশিক্ষক। থানায় লিখিত অভিযোগ দায়ের হাতেই গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে গাজোলে।
পুলিস সূত্রে খবর, নির্যাতিতা বয়স মাত্র ১৬ বছর। এখনও স্কুলের গণ্ডিই পেরোয়নি সে। পরিবারে লোকের দাবি, গ্রামেই এক গৃহশিক্ষকের কাছে পড়ত ওই নাবালিকা। কখনও বাড়িতে এসে পড়াতেন তিনি, কখনও আবার ওই নাবালিকা পড়তে যেত গৃহশিক্ষকের কাছে। কিন্তু ছাত্রীদের উদ্দশ্যে ওই গৃহশিক্ষক বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করতেন বলে অভিযোগ। এমনকী, বাদ যেত না অশ্লীল কথাবার্তাও! পরিবারের লোকেদের দাবি, ওই গৃহশিক্ষককে সাবধানও করেছিলেন তাঁরা। কিন্তু লাভ হয়নি।
মাস দুয়েক আগের ঘটনা। অভিযোগ, মাস দুয়েক আগে ওই নাবালিকাকে জোর করে গাজোলে নিয়ে যান গৃহশিক্ষক। তারপর মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করেন। শুধু তাই নয়, ঘটনাটি কাউকে জানালে ওই নাবালিকার নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ফলে আর মুখ খোলার সাহস পায়নি নাবালিকা। সম্প্রতি যখন ঘটনাটি জানাজানি হয়, তখন গাজোল থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা পরিবারের লোকেরা।