নারায়ণ সিংহরায়: গলা কেটে খুন! ভরদুপুরে চা বাগানেই মিলল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেহ। গ্রেফতার চা বাগানেরই এক শ্রমিক। চাঞ্চল্য শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়।
পুলিস সূত্রে খবর, মৃতের নাম নীলাঞ্জন ভদ্র। বাড়ি, আলিপুরদুয়ারের হ্যামিল্টন গঞ্জে। গত চার বছর ঘরে ফাঁসিদেওয়া ব্লকের জয়ন্তীকা চা বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত। পরিবার নিয়ে থাকতেন চা বাগানেই। আজ, বৃহস্পতিবার দুপুরে বাইক চেপে চা বাগানে ঘুরছিলেন নীলাঞ্জন। এরপর বাস লাইনে তাঁর গলা কাটা দেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা।
ঘটনার তদন্তে নেমে জয়ন্তীকা চা বাগানেরই এক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের নাম এলথিরুশ এক্কা। পুলিস সূত্রে খবর, জেরায় এলথিরুশ জানিয়েছে, পুরনো বিবাদের জেরেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে খুন করেছে সে।
বাগানের গ্রুপ কমার্শিয়াল ম্যানেজার আর বি মিশ্র বলেন, 'আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। সেই সময় বাগান থেকে ফোন পাই। জানায়, ভদ্রবাবু মারা গিয়েছে। কিছুই বুঝে উঠতে পারিনি। এসে দেখি এই পরিস্থিতি'। তিনি জানান, 'হ্যামিল্টন গঞ্জের বাসিন্দা হলেও পরিবার নিয়ে এখানেই থাকতেন। এক ছেলে রয়েছে। সে কিছুদিন আগেই শিলিগুড়িতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছে। কারও সাথে কোনদিন কোন ঝামেলা হয়নি তার। তার বিরুদ্ধে কোন অভিযোগও পাইনি। কি কারনে এই ঘটনা কারা ঘটাল কোন কিছুই বুঝতে পারছি না'।
বাগানের শ্রমিক জুসি টাকুরিয়া বলেন, 'আমাদের সাথে কথা বলেই তিনি এদিকে এসেছিলেন।বাগানেই ঘুরছিলেন। এমন একটা মানুষ যার সাথে আমাদের কোনদিন কোন সমস্যা হয়নি। সব সময় মাথা ঠান্ডা রেখে কথা বলতেন। এই খুনে উপযুক্ত শাস্তি চাই'।