অয়ন ঘোষাল: আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন আজ, বৃহস্পতিবারের বিকেলের আবহাওয়া। এই বার্তায় মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কবার্তা। মৎস্যজীবীদের দু'দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে, আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কবার্তা
২০ ও ২১ মার্চ বাংলার উপকূলের সমুদ্রে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের এই দু'দিনই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে ৬ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কমতে পারে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সেভাবে তাপমাত্রার পরিবর্তন অবশ্য নেই। তারপর থেকে তিন দিনে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পরবর্তী দুদিনে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না।
আজ, বৃহস্পতিবার থেকে শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টি ঝড় শিলাবৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া কিছুক্ষণের জন্য কয়েক জায়গায়। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে।
আজ বৃহস্পতিবার কালবৈশাখীর সতর্কতা ছয় জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির দুর্যোগ। বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে এই দুর্যোগের আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বজ্রপাতের আশঙ্কা থাকবে। বীরভূম ও পশ্চিম বর্ধমান এই দুই জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই দমকা ঝড় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি উত্তরবঙ্গের মালদা-সহ দু-এক জেলায়!
আগামীকাল শুক্রবার কালবৈশাখীর সতর্কতা সাতটি জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির দুর্যোগ। বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমানে এই দুর্যোগের সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই দমকা ঝড় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
পরশু শনিবার ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির দুর্যোগ। বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও পূর্ব বর্ধমানে এই দুর্যোগের আশঙ্কা বেশি।
৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দুর্যোগ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই দমকা ঝড় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে মালদা দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের বাকি সব জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।
২৩ মার্চ রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। ২৪ মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা।