• লজেন্সের লোভ দেখিয়ে ছাত্রীদের শ্লীলতাহানি? কাঠগড়ায় স্কুলে কাজ করা রাজমিস্ত্রিরা
    হিন্দুস্তান টাইমস | ২১ মার্চ ২০২৫
  • প্রাথমিক বিভাগের একাধিক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল সেই স্কুলেই কাজ করতে আসা রাজমিস্ত্রিদের বিরুদ্ধে! শুধু তাই নয়, অভিযোগ আরও করা হচ্ছে যে বিষয়টি নিয়ে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চাইলেও তাঁদের সেই আবেদন গ্রাহ্য করা হয়নি। উলটে তাঁদেরই বাচ্চাদের স্কুল থেকে টিসি দিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে! এর ফলে অভিভাবকরা ক্ষেপে গিয়ে স্কুলের প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে সরব হন। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় উত্তর কলকাতার ওই বালিকা বিদ্যালয়ে।

    দাবি করা হয়েছে, গত কয়েক দিন ধরেই নাকি একদল রাজমিস্ত্রি ওই স্কুলে কাজ করছেন। ছাত্রীদের একাংশের অভিযোগ, তারা যখন শৌচালয়ে যাচ্ছে, তখন ওই ছাত্রীদের চকোলেট ও লজেন্স দেওয়ার প্রলোভন দেখিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাদের সঙ্গে অশালীন আচরণ করা হচ্ছে, কুপ্রস্তাব দেওয়া হচ্ছে!

    দাবি করা হচ্ছে, গত কয়েক দিন ধরেই নাকি এসব চলছে। এরই মধ্যে এক ছাত্রী বাড়িতে গিয়ে তার মাকে এসব কথা জানায়। সেই অভিভাবক এরপর স্কুলে আসেন এবং অন্য অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পারেন, তাঁদের অনেকের বাচ্চার সঙ্গেই নাকি এই ঘটনা ঘটেছে।

    এরপরই অভিভাবকরা একজোট হয়ে দাবি জানান, তাঁরা এ নিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলতে চান এবং এর বিহিত চান। অভিযোগ, সেই সময় প্রধান শিক্ষিকা নাকি বিষয়টিকে পাত্তাই দিতে চাননি। উপরন্তু, স্কুলের পক্ষ থেকে সরাসরি সিদ্ধান্তে পৌঁছে যাওয়া হয় এবং বলা হয় - বাচ্চারা মনগড়া কথা বলছে। এবং সেইসব পড়ুয়াদের টিসি দিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়!

    একথা শুনেই অভিভাবকরা রেগে যান এবং তাঁরা একজোট হয়ে স্কুলের প্রধান ফটক ঘিরে ফেলেন ও প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

    ঘটনা ঘিরে রীতোমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে শ্যামবাজারের শ্যামপুকুর এলাকায়। সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। একটি সূত্রের তরফে এবং অভিভাবকদের একাংশ দাবি করেছে, পুলিশ তাদের সঙ্গে অভব্য আচরণ করেছে।

    পড়ুয়াদের মায়েরা কেউ কেউ অভিযোগ করেছেন, পুরুষ পুলিশকর্মীরা তাঁদের ধাক্কা দিয়েছেন ও আঘাত করেছেন। এছাড়াও, পুলিশ এসে অন্য দরজা দিয়ে অভিযুক্ত রাজমিস্ত্রিদের সুরক্ষিতভাবে বের করে নিয়ে গিয়েছে বলেও অভিভাবকরা দাবি করেছেন।

    যদিও সূত্রের দাবি, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ছ'জনকে আটক করেছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুসারে, আটকদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কারণ, স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে, প্রধান শিক্ষিকাকে পুলিশ স্কুল থেকে বের করে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)