সর্বভারতীয় গেটে প্রথম হলেন কলকাতার ছেলে! আবার জাতীয় স্তরের অ্যাথলিটও তিনি
হিন্দুস্তান টাইমস | ২১ মার্চ ২০২৫
সর্বভারতীয় স্তরের পরীক্ষায় আবারও উজ্জ্বল হল বাংলার নাম। ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চশিক্ষার প্রবেশিকা পরীক্ষা ‘গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং’ বা গেটে প্রথম হলেন কলকাতার ছাত্র অর্ণব পাল। তিনি কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির বায়োটেকনোলজির শেষ বর্ষের ছাত্র। সর্বভারতীয় পরীক্ষায় প্রথম স্থান পাওয়ায় গর্বিত প্রতিষ্ঠানের শিক্ষকরা। এখন আইআইটি মাদ্রাজে বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং করতে চান অর্ণব।
একজন মেধাবী ছাত্রের পাশপাশি অর্ণব জাতীয় স্তরের একজন ক্রীড়াবিদ। তবে তাঁর জীবন বদলে যায় গত বছর থেকে। ২০২৪ সালে একটি বাইক দুর্ঘটনার মুখে পড়েন। তবে হাল ছেড়ে দেননি। মনোনিবেশ করেন পড়াশোনায়। আর তারপরেই তাক লাগানো ফলাফল করলেন গেট-এ। তাঁর কথায়, ‘গেট হল মাস্টার্সের প্রবেশদ্বার। আমি সবসময় একজন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম আইআইটি থেকে মাস্টার্স করাই সবচেয়ে ভালো বিকল্প হবে। তাই আমি প্রস্তুতি নিয়েছিলাম। তবে পরীক্ষার ফলাফলে আমি সন্তুষ্ট ছিলাম না। কারণ মক টেস্টে আমার নম্বর এর থেকে ভালো ছিল। এটা আমার সৌভাগ্য যে আমি জাতীয়ভাবে প্রথম স্থান অধিকার করেছি।’
এর আগে নব নালন্দা স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন অর্ণব। স্কুলে ক্লাসেই তিনি প্রথম হয়েছেন। কিন্তু, সে নবম শ্রেণিতে ওঠার পর খেলাধুলায় মনোযোগ দেন। ফলে কিছুদিনের জন্য পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে ওঠেন। অর্ণবের যমজ ভাই এনআরএস হাসপাতালে মেডিসিন পড়ছেন। অর্ণব জানান, যমজ ভাইয়ের কারণেই তিনি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পেয়েছেন। তাঁর এমন ফলাফলে খুশি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যক্ষ বাসব চৌধুরী। তিনি বলেন, ‘অর্ণবের এই ফলাফল আমাদের প্রতিষ্ঠানের অন্যান্য পড়ুয়াদের অনুপ্রাণিত করবে।’
প্রসঙ্গত, গেটের ফলাফল ঘোষণা হয়েছে বুধবার। আইআইটি রুরকি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেট পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এবছরের গেট পরীক্ষা হয়েছে ১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রায় একমাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হল।