অগ্নিমিত্রার বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকার সম্পত্তি গোপনের অভিযোগ
দৈনিক স্টেটসম্যান | ২১ মার্চ ২০২৫
নির্বাচনের কমিশনের কাছে প্রায় সাড়ে কোটি টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ। আসানসোল দক্ষিণের বিধায়ক ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন মেদিনীপুরের এক ভোটার। বিষয়টি নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির মধ্যেও হৈচৈ শুরু হয়েছে।
২০২৪ সালের লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রে বিজেপির টিকিটে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় নিজের এই সম্পত্তির তথ্য গোপন করেছেন বলে অভিযোগ। অভিযোগকারী ওই ভোটারের নাম শ্যামল রায়। মঙ্গলবার এই এবিষয়ে অভিযোগ জানিয়ে তিনি নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি ও রাজ্যপালকে চিঠি দিয়েছেন।
তাঁর বিরুদ্ধে ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইনের ৩৩এ ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শ্যামল রায় কমিশনকে বিজেপি নেত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আর্জি জানিয়েছেন।
যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি অগ্নিমিত্রা। তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না। বিষয়টি জানার পরে তিনি তাঁর মতামত দেবেন বলে জানিয়েছেন। অভিযোগকারী শ্যামলের অভিযোগ, কলকাতার বালিগঞ্জে অগ্নিমিত্রার ১৩০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। কলকাতা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের এই বাড়িটির ঠিকানা ৫০বি হাজরা রোড। অগ্নিমিত্রার নামে সেই বাড়ির সঙ্গে ২০০ বর্গফুটের একটি গ্যারাজও রয়েছে। বিধায়কের নামে বাড়িটি ২০২২ সালের ৮ জুলাই নথিভুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন শ্যামল।
কিন্তু লোকসভা ভোটে প্রার্থী পদে মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি হলফনামায় সেই সম্পত্তির উল্লেখ করেন নি। তিনি তাঁর দাবির সপক্ষে কমিশনকে বেশ কিছু নথিও পেশ করেছেন।
শ্যামলের আরও দাবি, অগ্নিমিত্রা তাঁর হলফনামায় স্বামী পার্থ পালের আয়ের হিসাবও সঠিকভাবে দেননি। অগ্নিমিত্রা তাঁর হলফনামায় নিজের স্বামীর আয়ের তথ্যও গোপন করেছেন বলে অভিযোগ। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অগ্নিমিত্রা স্বামীর ২০১৮-১৯, ২০২৯-২০ অর্থবর্ষের আয়ের হিসাব দাখিল করেছেন। কিন্তু ২০২০-২০, ২০২১-২২, ২০২২-২৩ অর্থবর্ষে আয়ের হিসাব উল্লেখ করেন নি। এই বিষয়টি নিয়েও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন অভিযোগকারী।