উত্তর কলকাতায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যুবকের, তদন্তে পুলিশ...
আজকাল | ২১ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উত্তর কলকাতার বটতলা থানা এলাকায় ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। ১৯ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম সোহম সেন। তিনি টেকনো ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র ছিলেন। জানা গিয়েছে, সোহম তাঁর মা, কাকা ও ঠাকুমার সঙ্গে বটতলা থানা এলাকায় এক বহুতল আবাসনে থাকতেন। তাঁর বাবা কর্মসূত্রে বাইরে থাকেন।
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা নাগাদ সোহম ঘরের সিলিং ফ্যানে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বটতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠায়। ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে পরিবার সূত্রে জানা যাচ্ছে, মানসিক অবসাদ সোহমের মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।