• বড় ভাঙ্গন বিজেপি পরিচালিত গ্রামপঞ্চায়েতে, ভোটের আগে হুড়মুড়িয়ে তৃণমূলে পঞ্চায়েত সদস্যরা ...
    আজকাল | ২১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভোট এখনও দেরি। তবে ভোটের ঠিক আগের বছর থেকেই রাজ্যের রাজনৈতিক সমীকরণ যে বদলাতে শুরু করেছে, তা স্পষ্ট পরপর ঘটনাবলিতে। ভোটের মুখে ধাক্কা গেরুয়া শিবিরের পঞ্চায়েত সমিতিতে। পঞ্চায়েত প্রধানরা একসঙ্গে তৃণমূল শিবিরে।

    রামনগর ২  ব্লকের  বিজেপি পরিচালিত পালধুই গ্রাম পঞ্চায়েতের ৪ বিজেপি পঞ্চায়েত সদস্য-সহ প্রায় ৫০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়। পঞ্চায়েত নির্বাচনে ২১ আসনের এই গ্রাম পঞ্চায়েতে ১৫ টি আসনে জয় পায় বিজেপি। তৃণমূল পায় ৬টি আসন। ৪ পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের আসন বেড়ে দাঁড়াল ১০, বিজেপির কমে দাঁড়ালো ১১টি। তৃণমূলের দাবি, আরও কয়েকজন অচিরেই তাদের দলের সঙ্গে যুক্ত হবে। 

    বৃহস্পতিবার  রামনগর ২ ব্লকের বালিসাই ব্লক তৃণমূল কার্যালয়ে যুব তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তথা অখিলপুত্র সুপ্রকাশ গিরি দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বিজেপি ছেড়ে এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পঞ্চায়েত সদস্য মনোজিৎ মান্না, চৈতালি গিরি, সঞ্জয় গারু ও প্রিয়াঙ্কা মাইতি।  সুপ্রকাশ গিরি বলেন  নির্বাচন যতএগিয়ে আসবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সংখ্যা তত বাড়বে।  

    এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি সত্যরঞ্জন রায়, রামনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি  অনুপ গিরি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বগণ। দলত্যাগী ৪ বিজেপি পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, বিজেপিতে কাজের সুযোগ নেই। সেই কারণেই তাঁরা দল ছাড়ছেন। অপরদিকে বিজেপির প্রধান শম্পি বেজ ও বিজেপি নেতা মাধবেনেন্দ্র শাহুর দাবি দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। নিজেদের স্বজনপোষণের জন্য তৃণমূলে যোগদান করল।
  • Link to this news (আজকাল)