দেবব্রত ঘোষ: 'মেয়েটি ধোঁকা দিয়েছে। তাই গলায় ছুরি চালিয়েছি। একটু ছবি করে দিন আমার মোবাইলে। ভাইরাল করব।' এরপরই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বছর ৪২ এর এক ব্যক্তি। বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে ডোমজুড়ের সরস্বতী ব্রিজের কাছে বিপন্নপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানার পুলিস। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে।
পুলিস সূত্রে খবর, ডোমজুড়ের জঙ্গলপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি। নাম প্রশান্ত সিংহ রানা। আদতে বাড়ি ঝাড়খণ্ডে। বেশ কয়েক বছর ডোমজুড় এলাকায় কারখানায় কাজ করেন। এদিন রাত সাড়ে নটা নাগাদ রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপরই রাস্তার পাশে এক দোকানদারকে অনুরোধ করেন ওই ছবি তার মোবাইলে তুলে দিয়ে ভাইরাল করে দিতে।
বারবার বলতে থাকেন কোন মহিলা তাকে ধোঁকা দিয়েছে। মিনিট কয়েকের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। খবর দেওয়া হয় ডোমজুড় থানায়। পুলিস এসে তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিস।
তার মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিস। ওই ব্যক্তির বাড়িতেও খবর দেবার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান প্রেমের সম্পর্কে চিড় ধরার কারণে এই ঘটনা।
(আত্মহত্যা শুধু আপনাকেই নয়, আপনার কাছের মানুষদেরও শেষ করে দেয়। আপনি কোনও ভাবে বিষণ্ণ বা অবসাদগ্রস্ত হলে কল করুন ৯১৫২৯-৮৭৮২১ নম্বরে। সোম থেকে শনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করার সময়।)