যাদবপুর-কাণ্ডের প্রেক্ষিতে ছাত্রছাত্রী-সহ আন্দোলনকারীদের উপরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারি চেয়ে বৃহস্পতিবার যাদবপুরে মিছিল এবং থানায় গিয়ে দাবিপত্র দিল সিপিআই (এম-এল) লিবারেশন। দলের ডাকে এ দিন ৮বি থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করেন নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি বসানো যাবে না বলেও দাবি জানিয়েছেন তাঁরা। দলের কলকাতা জেলা সম্পাদক অতনু চক্রবর্তীর অভিযোগ, “ছাত্র-ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্র-সহ যাঁরা আক্রমণকারী, তাঁদের আড়াল করতে চরম নিষ্ক্রিয়তা এবং প্রতিবাদীদের রুখতে অতি সক্রিয়তা দেখাচ্ছে প্রশাসন।” নেতৃত্বের অভিযোগ, থানায় পুলিশ অত্যন্ত ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ করেছে।