• মমতার ‘ধর্মনিরপেক্ষতা’কে শুভেচ্ছা গায়ত্রীর, জোর গ্রামেও
    আনন্দবাজার | ২১ মার্চ ২০২৫
  • ধর্মকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতির উত্তাপ ক্রমেই বাড়িয়ে চলেছে শাসক ও বিরোধী। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ধর্মনিরপেক্ষ’ অবস্থানকে সমর্থন জানালেন বিশ্বব্যাপী উত্তর-ঔপনিবেশিক বিদ্যাচর্চার প্রধান ভারতীয় মুখ গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। সম্প্রতি সাহিত্যতত্ত্ব ও দার্শনিক চিন্তায় ‘বৈপ্লবিক অবদানের জন্য’ গায়ত্রীকে ‘হোলবার্গ’ পুরস্কারে সম্মানিত করেছে বার্গেন বিশ্ববিদ্যালয় এবং নরওয়ে সরকার। এর পরেই মমতার শুভেচ্ছা-টুইটের জবাবে তাঁকে চিঠি লিখে ওই বার্তা জানিয়েছেন গায়ত্রী। বাংলা সাহিত্যের অনুবাদ, গ্রামাঞ্চলে শিক্ষার প্রসার-সহ বিভিন্ন বিষয়ের কথাও উল্লেখ করেছেন তিনি। পাল্টা ফের শুভেচ্ছা-বার্তা জানিয়েছেন মমতাও।

    তিনি যে ভারতীয় পাসপোর্টধারী এবং দেশ ও বাংলার সম্পর্কে অত্যন্ত গভীর ভাবেই ভাবনা-চিন্তা করেন, সে কথা চিঠিতে মনে করিয়ে দিয়েছেন গায়ত্রী। এই সূত্রেই মমতার উদ্দেশে গায়ত্রী লিখেছেন, ‘বর্তমান প্রেক্ষিতে, আমি আপনার ধর্মনিরপেক্ষ অবস্থানকে সমর্থন করি।’ চিঠি পেয়ে মমতাও বৃহস্পতিবার বলেছেন, “আমি সম্মানিত। গায়ত্রীর জন্য গর্বিত। পিছিয়ে থাকা মানুষের জন্য কাজ করা উচিত। সকলকে ভালবেসে সেই কাজই করে যেতে চাই।”

    বাংলার ধ্রুপদী সাহিত্য অনুবাদের মাধ্যমে বিশ্বের দরবারে তুলে ধরার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা মমতা যে তাঁর টুইটে উল্লেখ করেছিলেন, তাকেও ধন্যবাদ জানিয়েছেন গায়ত্রী। তাঁর মতে, মমতার বার্তা তাঁদের কাজের জন্য অনুদান সংগ্রহের ক্ষেত্রেও সহায়ক হতে পারে।

    প্রসঙ্গত, বীরভূমের রাজনগরের সাহাবাদ, মহম্মদবাজারের রাসপুর-সহ নানা জায়গায় শিক্ষার প্রসারে ব্রতী হয়েছিলেন বিনির্মাণবাদ, অনুবাদ-চর্চার অন্যতম শ্রেষ্ঠ তাত্ত্বিক গায়ত্রী। এই সূত্রেই মমতাকে লেখা চিঠিতে চার দশক ধরে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে শিক্ষার কাজে নিজেকে নিয়োজিত রাখার কথাও স্মরণ করেছেন গায়ত্রী। সেই সঙ্গে দারিদ্র দূরীকরণে মমতার ভূমিকার প্রশংসাও রয়েছে গায়ত্রীর চিঠিতে।
  • Link to this news (আনন্দবাজার)