নার্সারির আড়ালে নিষিদ্ধ চাষ, হুগলিতে পুলিশ যা দেখতে পেল শুনলে চমকে উঠবেন ...
আজকাল | ২১ মার্চ ২০২৫
মিল্টন সেন, হুগলি: লুকিয়ে চলছিল পোস্ত চাষ। নার্সারির আড়ালে চলছিল নিষিদ্ধ এই চাষ। গোপন সূত্রে খবর পেয়ে সেই চাষ কেটে তছনছ করে দিল পুলিশ।
ঘটনাটি ঘটেছে বলাগড় থানার অন্তর্গত সিজা কামালপুর পঞ্চায়েতের রুকেশপুর গ্রামে। ওখানে এসটিকেকে রোডের পাশে একটি ফুলের চারার নার্সারিতে লুকিয়ে পোস্ত চাষ চলছিল। প্রায় এক কাঠা জমি জুড়ে এই চাষ করা হয়েছিল। সম্প্রতি এই নিষিদ্ধ চাষের খবর পৌঁছয় বলাগড় থানার পুলিশের কাছে। শুক্রবার বলাগড় থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই নার্সারিতে তল্লাশি চালান হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। পুলিশি তৎপরতায় সমস্ত পোস্ত গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়। জানা গেছে, এই পোস্ত গাছ থেকেই আফিম চাষ হয়। গত সপ্তাহে পোলবা থানার পুলিশও বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল।
এই প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন, গোপন সূত্রে তাঁদের কাছে খবর আসে রুকেশপুর গ্রামে নার্সারির আড়ালে দুটি জমিতে পোস্ত চাষ হচ্ছে। গাছে পোস্ত তৈরি হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে এই পোস্তর রস থেকেই আফিম তৈরি হয়ে যেত। তার আগেই এই অভিযান করা হয়েছে। এটা বড়সড় সাফল্য হুগলি গ্রামীণ পুলিশের।