আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা এবং হাওড়া জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রাজ্যের অন্যান্য জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কিছু জায়গায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টি হতে পারে। রাজ্যের বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।