• সম্মতি জানালেন কাউন্সিলররা, পানিহাটির নতুন পুরপ্রধান হলেন সোমনাথ দে...
    আজকাল | ২১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পর ইস্তফা দিয়েছেন পানিহাটির পুরপ্রধান মলয় রায়। শুক্রবার সর্বসম্মতিক্রমে নতুন পুরপ্রধান হিসেবে বেছে নেওয়া হল সোমনাথ দে-র নাম। জানা গিয়েছে, তিনি এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। নতুন পুরপ্রধান বেছে নিতে এদিন বৈঠকে বসেছিলেন কাউন্সিলররা। কিন্তু সেখানে প্রাক্তন পুরপ্রধান মলয় রায়কে দেখা যায়নি। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি বৈঠকে আসতে পারেননি।

    দীর্ঘদিন ধরেই পানিহাটি পৌরসভার পুরপ্রধান মলয় রায়ের পরিবর্তন নিয়ে টানাপোড়েন চলছিল। পানিহাটির অমরাবতী মাঠ বিক্রি করে বহুতল নির্মাণের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনে নামেন স্থানীয় বাসিন্দারা। মুখ্যমন্ত্রী সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়। অভিযোগ ওঠে মলয় রায়ের বিরুদ্ধেই। এরপরেই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় জায়গাটি সরকারের নামে যাবে। গত সপ্তাহে বিধানসভা থেকে মলয় রায়কে ফোন করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি তৎকালীন পুরপ্রধান মলয় রায়কে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন।

    জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের নির্দেশে জানানো হয়, দুপুর বারোটা নাগাদ পানিহাটি পৌরসভার বোর্ড রুমে কাউন্সিলরদের উপস্থিতিতে বৈঠক হবে নতুন পুরপ্রধান নির্বাচনের জন্য। সেখানেই সকলের সম্মতিতে নতুন পৌর প্রধান নির্বাচিত হন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে। জানা গিয়েছে, পানিহাটি পৌরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে এদিন তিনজন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। বাকি ৩২ জনের সম্মতিতে নতুন পুরপ্রধানের নাম নির্বাচিত হয়েছে।
  • Link to this news (আজকাল)