ব্রিটিশ আমলে তৈরি হয়েও এই পৌরসভায় ছিল না স্থায়ী ময়লা ফেলার জায়গা, অবশেষে মিলল ছাড়পত্র ...
আজকাল | ২১ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্য সরকারের প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিষ্ণুপুর পৌরসভা এলাকায় প্রথমবার তৈরি হচ্ছে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড। এই উদ্যোগের ফলে একদিকে যেমন শহরবাসী মুক্তি পাবে আবর্জনার সমস্যা থেকে, তেমনি তৈরি হবে জৈব সার। যা কর্মসংস্থানের নতুন পথ খুলে দেবে বলে মনে করছে পৌরসভা।
১৮৭৩ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় বিষ্ণুপুর পৌরসভা। কিছুদিন আগেই দেড়শ বছর পূর্তি উদযাপন করা হলেও এতদিন পর্যন্ত শহরে কোনও স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড ছিল না। ফলে শহরের বিভিন্ন জায়গায় বর্জ্য জমে থাকত। যা শুধু দুর্গন্ধ ছড়াত না, বরং রোগজীবাণুরও আশঙ্কা তৈরি করত। বিষ্ণুপুর হেরিটেজ শহর হওয়ায় পর্যটকদেরও এই সমস্যার মুখে পড়তে হত। শহরবাসীর দীর্ঘদিনের দাবির পর অবশেষে পৌর ও নগর উন্নয়ন দপ্তর এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ৫ একর জমির উপর কাজ শুরু করেছে।
ইতিমধ্যেই ডাম্পিং গ্রাউন্ডের প্রাচীর নির্মাণ সম্পূর্ণ হয়েছে এবং প্রসেসিং ইউনিট বসানোর কাজ চলছে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজার আগেই এই প্রকল্প উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। কাজের অগ্রগতি পরিদর্শন করতে সরেজমিনে উপস্থিত হন বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী।
চেয়ারম্যান জানান, 'এই ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে শহরের ১৯টি ওয়ার্ডের সমস্ত বর্জ্য এখানে জমা হবে এবং তা থেকে তৈরি করা হবে জৈব সার। এই সারের ব্যবসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ও স্থানীয় দরিদ্র মানুষ করতে পারবেন। যা তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে।'
এই প্রকল্প শুধু শহরের পরিচ্ছন্নতাই নিশ্চিত করবে না। বরং পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে কর্মসংস্থান ও সবুজায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে পৌরসভা।