• প্রথমবার কলকাতা বিমানবন্দরে অবতরণ ম্যাকাও থেকে আসা বিমানের
    আজকাল | ২১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা বিমানবন্দরে অবতরণ করল ম্যাকাও থেকে আসা বিমান। বি৭৪৭-২০০ বিমানটি ১৯ মার্চ বুধবার সকাল ৭টা ৫৮ মিনিটে হঠাৎই অবতরণ করে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওইদিন সকালে ম্যাকাও থেকে রওনা দিয়ে বিমানটি পাকিস্তানের জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু পর্যাপ্ত জ্বালানি না থাকার কারণে বিমানটির তরফে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসি'র সঙ্গে যোগাযোগ করা হয়। 

    এটিসি অনুমতি দিলে যাত্রী-সহ বিমানটি কলকাতায় অবতরণ করে। জানা গিয়েছে, এর আগে ম্যাকাও থেকে রওনা দেওয়া কোনও বিমান কলকাতা বিমানবন্দরে নামেনি। জ্বালানি ভরার পর বিমানটি ফের জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানবন্দরের একটি সূত্র জানায়, অ্যারোস্তান পরিচালিত ম্যাকাও থেকে রওনা দেওয়া কোনও বিমানের এই প্রথম কলকাতায় অবতরণ। যদিও জ্বালানির প্রয়োজনে বিমানের অবতরণ কোনও নতুন ঘটনা নয়। এর আগেও অনেক বিমান অবতরণের কথা না থাকলেও প্রয়োজনে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।
  • Link to this news (আজকাল)