• যত কথা শুধু মুখেই! যাদবপুরের হোস্টেলে যা চলছিল, ছাত্রের অভিযোগ শুনলে হাড়হিম হবে আপনার...
    আজকাল | ২১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কেটে গিয়েছে দু’বছর। প্রথম বর্ষের এক পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ উঠেছিল ব়্যাগিংয়ের। তারপর জল গড়িয়েছে অনেকদূর। তদন্ত কমিটি বসেছে, ক্যাম্পাসে লাগানো হয়েছে সিসিটিভি। কিন্তু এত কিছুর পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে ফের র‍্যাগিংয়ের অভিযোগ উঠল। অভিযোগ, চার ঘণ্টারও বেশি সময় ধরে ফিল্ম স্টাডিজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে ঘরে বন্দি করে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়েছে। 

    জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ের ঘটনার বিরুদ্ধে গত বছর মুখ খুলেছিলেন ওই পড়ুয়া। তারই ‘বদলা’ নিতে এই পরিকল্পনা। সূত্রের খবর, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে একজন ২০২৩ সালের ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি তাঁকে ২০২৪ সালের চারটি সেমেস্টারের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অভিযুক্ত পড়ুয়া হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় তার শাস্তি তুলে নিতে বাধ্য হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, ফিল্ম স্টাডিজের ওই পড়ুয়াকে শুধু মানসিক এবং শারীরিক ভাবে হেনস্থা করা নয়, এমনকি তাঁর মাকে ধর্ষণের হুমকি দেয় অভিযুক্তরা।

    বাঁশি দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। ফিল্ম স্টাডিজের ওই পড়ুয়া অ্যান্টি ব়্যাগিং ক্যাম্পেইনের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। জানা গিয়েছে, জোর করে সেই পোস্টের মর্মে ‘ক্ষমা’ চাইয়ে আরও একটি পোস্ট করতে বাধ্য করা হয় ওই পড়ুয়াকে। ২০২৩ সালে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘরে তোলপাড় হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ব়্যাগিংয়ের ঘটনা ঘটল বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
  • Link to this news (আজকাল)