• পর্যটকদের জন্য খুশির খবর, দিঘায় গড়ে উঠবে ওয়াটার পার্ক
    দৈনিক স্টেটসম্যান | ২১ মার্চ ২০২৫
  • মাসখানেক পরেই চালু হচ্ছে বহু প্রতীক্ষিত দিঘার জগন্নাথ ধাম। তার আগে সুখবর শোনাল দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা (ডিএসডিএ)। এবার দিঘায় তৈরি হতে চলেছে ওয়াটার পার্ক। ডিএসডিএ-র অফিসের (জাহাজবাড়ি) সামনে সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তার পাশের জমিতে তৈরি হচ্ছে ওয়াটার পার্ক। প্রস্তাবিত ওয়াটার পার্কের জন্য বোর্ডও বসলেও এখনও কাজ শুরু হয়নি। এই প্রকল্প রূপায়ণে এবার উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্রের খবর, ডিটেল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজ শুরু করেছে দিঘা–শঙ্করপুর উন্নয়ন সংস্থা।

    দিঘাকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে নিউ দিঘায় তৈরি হয়েছে ঢেউ সাগর। সেখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ জড়ো হন। সুবিশাল পার্কের বিভিন্ন রাইড থেকে শুরু করে খাবারের স্টলও রয়েছে। এছাড়াও অমরাবতী পার্ক সহ বিভিন্ন উদ্যান রয়েছে দিঘায়। এবার ওয়াটার পার্ক তৈরি হলে পর্যটকদের কাছে দিঘার আকর্ষণ যে আরও বহুগুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য। কলকাতার নিউটাউনে এবং নিকো পার্কে সুসজ্জিত এবং উন্নত পরিকাঠামোযুক্ত ওয়াটার পার্ক রয়েছে। অনেকেটা সেই ধাঁচেই ওয়াটার পার্ক গড়ে উঠবে দিঘায়।

    দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস বলেন, দিঘায় ওয়াটার পার্ক গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ডিটেল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজ চলছে। তবে যেহেতু দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনকে সামনে রেখে অন্যান্য প্রকল্পের কাজ চলছে, তাই গোটা প্রক্রিয়া এগোনোর ক্ষেত্রে সময় লাগছে। আশা করছি, আগামী দিনে এই পরিকল্পনা রূপায়ণ করা সম্ভব হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)