• খড়গপুরে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন দিলীপ! বললেন, 'গলা টিপে দেব'...
    ২৪ ঘন্টা | ২১ মার্চ ২০২৫
  • মৌমিতা চক্রবর্তী: খড়গপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে দিলীপ ঘোষ। রবিবার, খড়গপুরে রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। তখনই ৬ নম্বর ওয়ার্ডে বিক্ষোভের মুখে পরেন। জানা গিয়েছে, সাধারণ মানুষ যখন বিক্ষোভ দেখায় তখন দিলীপ ঘোষ পাল্টা জবাব দেন তাঁদের। তখনই স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, 'গলা টিপে দেব'। যদিও দিলীপ ঘোষের দাবি বিক্ষোভকারীরা সবাই তৃণমূল কংগ্রেসের। 

     Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

    জানা গিয়েছে, সাংসদ থাকাকালীন  খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই রাস্তার উদ্বোধন করতে গিয়ে এলাকায় স্থানীয় কিছু মহিলাদের আক্রোশের মুখে পড়েন তিনি। 

    স্থানীয় বিক্ষোভরত মহিলাদের দাবি, 'যখন রাস্তার অবস্থা খারাপ ছিল তখন তিনি (দিলীপ ঘোষ) কোথায় ছিলেন?' পাল্টা বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, 'আমি টাকা দিয়েছি, আমিই উদ্বোধন করব।'   

    বিক্ষোভরত মহিলাদের আরও দাবি, কীভাবে একজন এত বড় মাপের নেতা এইভাবে বলতে পারেন, 'গলা টিপে দেব'। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

  • Link to this news (২৪ ঘন্টা)