• লন্ডন যাত্রায় ‘শনির দশা’, পিছিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর
    হিন্দুস্তান টাইমস | ২১ মার্চ ২০২৫
  • শনিবার লন্ডনের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে কেলগ কলেজে বক্তৃতা রাখার কথা তাঁর। এর জন্যে আগেভাগে সবাইকে দায়িত্বও বুঝিয়ে দিয়েছিলেন মমতা। তবে মমতার লন্ডন সফর পিছিয়ে যাচ্ছে বলে দাবি করা হল টিভি৯ বাংলার রিপোর্টে। উল্লেখ্য, ২০ মার্চ লন্ডন বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এর জন্যে হিথরো বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে আজ। বাতিল হয় সব উড়ান। এই পরিস্থিতিতে মমতার সফর পিছোচ্ছে বলে দাবি করা হয়েছে।

    রিপোর্ট অনুযায়ী, ২২ মার্চ সকাল ৯টা ১০ মিনিটে উড়ানে চেপে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মমতার। সেদিন রাত ৮টাতেই হিথরোতে নামার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু, হিথরো বিমানবন্দরে বড়সড় অগ্নিকাণ্ডের জেরে সেখানে বিমান ওঠানামার ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আবহে ঠাসা সূচিতে বদল আনা হচ্ছে বলে দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, না সূচি চূড়ান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে নবান্নের তরফ থেকে।

    এদিকে মমতার এই লন্ডন সফর ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক তরজায় উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা। ১৭ মার্চ মুখপাত্র গণশক্তিতে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। তাতে দাবি করা হয়, মুখ্যমন্ত্রী যে আগামী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তার কোনও তথ্যই নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রটরাইটের কাছে। পরে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, শুধুমাত্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শুধু নয়, আরও একধিক ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান আমন্ত্রণ জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়, ব্রিটেনের মোট তিনটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বক্তৃতা দেওয়ার জন্যে। সরকারের দাবি অনুযায়ী, লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়া এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজ আমন্ত্রণ জানিয়েছে মমতাকে। এদিকে সরকার জানিয়েছে, শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে লেখিকা হিসেবে।

    জানা যায়, ফেব্রুয়ারিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর বাংলার উন্নয়নের মডেলের জন্য প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই আবহে তাঁর অভিজ্ঞতার বিষয়ে কেলগ কলেজে বক্তৃতা রাখার জন্যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন অক্সফোর্ডের প্রো-ভাইস চ্যান্সেলর। মার্চের প্রথমদিকে আবার লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফে দীপ্তেন্দু রায়ও আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। এছাড়া লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মাইল এন্ড ইনস্টিটিউট-এর ডিরেক্টর সোফিয়া কোল্লিগননের তরফ থেকেও চ্যাথাম হাউসে অনুষ্ঠিত হতে চলা আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রীকে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)