কুণালের দাবি ৩০, সহমত নন দেবাংশু, অঙ্ক কষে বললেন, এর থেকে অনেক বেশি আসন পাবে BJP
হিন্দুস্তান টাইমস | ২১ মার্চ ২০২৫
'অব কি বার ২০০ পার' স্লোগান তুলে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন জুটেছিল বিজেপির ভাগ্যে। আর ২০২৬ সালে কেন্দ্রীয় নেতৃত্ব কোনও টার্গেট বেঁধে দেওয়ার আগেই শুভেন্দু অধিকারী দাবি করেন, এবার বিজেপি রাজ্যে ১৮০টি আসনে জিতবে। আর তাঁর সেই দাবির পরিপ্রেক্ষিতে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ দাবি করেন, বিজেপি এবার ৩০-এর গণ্ডিও পার করবে না। তবে তৃণমূলের অপর এক নেতা দেবাংশু ভট্টাচার্য আবার সহমত নন কুণালের সঙ্গে। তিনি অঙ্ক করে দাবি করলেন, কুণালের দাবির তুলনা বেশি আসন পেতে পারে বিজেপি।
এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতারা বার বার আওয়াজ তুলেছিলেন টার্গেট '২০০ পার'। কিন্তু সেই টার্গেটের আর্ধেকও পূরণ হয়নি সেবার। এই আবহে পূর্ব মেদিনীপুরের তমলুকে শুভেন্দু বলেন, 'লোকসভা ভোটে জেলার দুটি আসনই আপনারা নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছিলেন। শপথ নিন আমরা এই জেলা থেকে ১৬টি আসনেই জিতব। রাজ্যে হব অন্তত ১৮০। এবার মমতাকে প্রাক্তন করব।'
এই আবহে কুণাল ঘোষ বলেন, '২০২১ সালে বলেছিল দুশো পার। পেয়েছিল ৭৭টা। এটা এখন এসে ঠেকেছে ৬০-৬২-তে। ভোটের আগে সেটা চল্লিশে নামবে। সামনের বার ৩০টাও পাবে না বুঝতে পেরে টার্গেটটাই কমিয়ে দিয়েছে।' তবে ঐকিক নিয়মে অঙ্ক কষে দেবাংশু দাবি করলেন, বিজেপি এবারে ৬৮টি আসন পেতে পারে বিধানসভা ভোটে। এই নিয়ে ফেসবুকে দেবাংশু লেখেন, '২০০-র টার্গেট দিয়ে যারা ৭৭ পায়, ৩৫-এর টার্গেট দিয়ে যারা ১২ পায়, ১৮০-র টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে? ঐকিক নিয়মের অঙ্ক কী বলছে? ২০০-র ৭৭ হল প্রায় ৩৮%, ৩৫-এর ১২ হল ৩৪%। বিধানসভা ট্রাক রেকর্ড ধরলে তারা সেট করা টার্গেটের ৩৮% হাসিল করতে পারে। সুতরাং, ১৮০-র ৩৮% হয় ৬৮-টি আসন। এবং লোকসভার ট্র্যাক রেকর্ড ধরলে ১৮০-র ৩৪%। অর্থাৎ ৬১-টি আসন। এভাবেই চালিয়ে খেলুন শুভেন্দু বাবু! আমাদের বিশ্বাস, বিরোধী দলের তকমা প্রাপ্তির সম্ভাবনাটাও আপনি একা হাতেই শেষ করবেন! আপনি আমাদের লক্ষ্মী।'