দু’দিক দিয়েই ধেয়ে আসছিল ট্রেন, বাঁচতে চেয়ে রেল ব্রিজ থেকে রাস্তায় মরণঝাঁপ মহিলার
হিন্দুস্তান টাইমস | ২১ মার্চ ২০২৫
আইন এবং নিয়মকে থোড়াই কেয়ার করার খেসারত নিজের জীবন দিয়ে চোকাতে হল ৩৮ বছরের এক মহিলাকে। প্রাণ গেল মর্মান্তিকভাবে। শুক্রবার ঘটনাটি ঘটে বিধাননগর স্টেশন লাগোয়া রাস্তার উপর দিয়ে যাওয়া রেল ব্রিজে। সূত্রের দাবি, দু'দিক থেকে ধেয়ে আসা ট্রেনের চাকা কাটা পড়ে মৃত্যু এড়াতে সরাসরি ওই ব্রিজ থেকে নীচের রাস্তায় ঝাঁপ মারেন ওই মহিলা! কিন্তু, তাতেও শেষ রক্ষা হয়নি। গুরুতর আঘাতে প্রাণ হারাতে হয় তাঁকে।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, সকাল তখন ৭টা হবে। হঠাৎই বিধাননগর স্টেশন লাগোয়া রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষজন উপর থেকে নীচে ভারী কিছু পড়ার শব্দ পান। তাঁরা দেখেন, এক মহিলা রেল ব্রিজের ঠিক নীচে পড়ে রয়েছেন। তাঁর রক্তাক্ত অবস্থা দেখেই সকলে বুঝতে পারেন, গুরুতর চোট পেয়েছেন তিনি। তিনি যে উপরের রেল ব্রিজ থেকে ঝাঁপ মেরেছেন, সেটাও বোঝা যায়। কিছুক্ষণের মধ্য়ে সেখানেই মর্মান্তিক মৃত্যু হয় তাঁর।
সূত্রের দাবি, মৃত ওই মহিলা স্থানীয় দক্ষিণদাঁড়ি এলাকার দলদল মাঠ ঋষিপাড়ার বাসিন্দা ছিলেন। এদিন সকালে তাঁর সঙ্গে তাঁর স্বামীও ছিলেন। অভিযোগ, ওই দম্পতি রেল লাইন ধরে হাঁটছিলেন। তবে, স্ত্রীর থেকে স্বামী বেশ খানিকটা পিছনে ছিলেন।
এদিকে, বিধাননগর স্টেশন লাগোয়া রাস্তার উপর দিয়েই রয়েছে রেল ব্রিজ। তার উপর দু'টি লাইন ধরে সাধারণ আপ ও ডাউনের ট্রেন পাশাপাশি চলাচল করে। সেই ব্রিজের এক পাশে এক ফালি সরু হাঁটাপথও রয়েছে। কিন্তু, অনেকেই খামোখা জীবনের ঝুঁকি নিয়ে সেই রেল ব্রিজ ধরে রেল লাইনের উপর দিয়েই যাতায়াত করেন। মহিলা ও তাঁর স্বামীও সেটাই করছিলেন।
বলা হচ্ছে যে, মহিলা যখন ওই রেল ব্রিজের উপর উঠে পড়ে রেল লাইন ধরে অনেকটা এগিয়ে গিয়েছেন, তখনই তিনি খেয়াল করে একসঙ্গে আপ এবং ডাউন দু'টি লাইনেই ঢুকে পড়েছে ট্রেন। মৃত্যু অবশ্যসম্ভাবী বুঝে বাঁচার একটা মরিয়া চেষ্টা করেন তিনি। দু'টি রেললাইন বা ট্র্য়াকের মাঝের ফাঁকা অংশ দিয়ে সরাসরি নীচের রাস্তায় ঝাঁপ মারেন ওই মহিলা।
প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, সেই সময়েই নাকি রেল ব্রিজের লোহার স্তম্ভে মহিলার মাথা ঠুকে যায় এবং তাঁর মাথা বীভৎসভাবে ফেটে যায়। কেউ আবার দাবি করছেন, রাস্তায় পড়ে মাথা ফাটে তাঁর। কারণ, যেটাই হোক, মহিলার আঘাত যে গুরুতর ছিল, সেটা তাঁর তৎক্ষণাৎ মৃত্যুতেই স্পষ্ট।
এই ঘটনার প্রায় আধঘণ্টা পর লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং মহিলার দেহ উদ্ধার করে নিয়ে যায়। একটি সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, এই ঘটনার জেরে লাইনের ধারে পাথরের উপর ছিটকে পড়ে গুরুতর জখম হয়েছেন মহিলার স্বামীও।