• টায়ার ফেটে বিপত্তি, গাড়ির মাথা থেকে ছিটকে ৫০ ফুট নীচে, নিবেদিতা সেতু দুর্ঘটনায় মৃত ৪
    আজকাল | ২২ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ গিয়েছে চারজনের। আশঙ্কাজনক আরও দুই। শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে নিবেদিতা সেতুর কাছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালির নিবেদিতা সেতু দিয়ে কাপড়চোপড় ভর্তি মালপত্র নিয়ে একটি চারচাকা গাড়ি নিশ্চিন্দা হয়ে যাচ্ছিল অঙ্কুরহাটি। গাড়ির মাথায় বসেছিলেন পাঁচ থেকে ছ’ জন শ্রমিক। বাকি রাস্তা সব ঠিক থাকলেও, বিপত্তি বাধে নিবেদিতা সেতু পার করেই। আচমকাই গাড়ির একটি টায়ার ফেটে গিয়ে উল্টে যায় গাড়ি। তখনই গাড়ির মাথায় বসা শ্রমিকরা রেলিংয়ে ধাক্কা খেয়ে প্রায় ৫০ ফুট নিচে পঞ্চানন তলা রোডে ছিটকে পড়েন বলে জানা যায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের উদ্ধার করে উত্তরপাড়ায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৎক্ষণাৎ। সেখানে চিকিৎসকেরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দু’ জন আশঙ্কাজনক, তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বলেও জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)