উত্তর কলকাতার সরকারি আবাসন থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ঘটনার তদন্তে পুলিশ...
আজকাল | ২২ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শহরে ফের উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। উত্তর কলকাতার ফুলবাগান থানা এলাকায় একটি বহুতল আবাসন থেকে শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ৩০ বছর বয়সের এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। যুবকের নাম রত্নদ্বীপ মন্ডল। যে আবাসন থেকে মৃতদেহ উদ্ধার হয় সেটি কেন্দ্র সরকারের আবাসন। তাঁর পরিবার থাকে উত্তর ২৪ পরগনা বসিরহাটের মাটিয়া কলাপাতা এলাকায়। ওই আবাসনে এই যুবক একাই থাকতেন। পুলিশ সূত্রে খবর, চিত্রশিল্পী ছিলেন ওই যুবক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই যুবক ঘরের দরজা খুলছিলেন না। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় আবাসনের অন্যান্য বাসিন্দাদের সন্দেহ হয় এবং দরজা ধাক্কাধাক্কিও করেন। কোনও উত্তর না পেয়ে তারপর ফুলবাগান থানায় খবর দেন প্রতিবেশীরা। এরপর পুলিশ এসে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেহটিকে উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নীলরতন সরকার মেডিকেল কলেজে যুবকের মৃতদেহটি পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানতে পেরেছে, অবিবাহিত ছিলেন ওই যুবক। তবে, ঘটনাস্থলে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি। ফলে পুলিশের সন্দেহ এটি আত্মহত্যা না হত্যা। তা নিয়ে তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ।