• পরীক্ষা শেষের আগেই দক্ষিণ কলকাতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ঘটনা তদন্তে পুলিশ...
    আজকাল | ২২ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কলকাতা টালিগঞ্জ থানা এলাকায় টালির বাড়ি থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী দেহ উদ্ধার হয়েছে। ওই পরীক্ষার্থীর নাম সজল বাগ (১৯)। শুক্রবার সকাল পৌনে সাতটা নাগাদ ঝুলন্ত দেহটি উদ্ধার হয়। যুবকের বাবার নাম পিন্টু বাগ। টালিগঞ্জের মনোহর পুকুর রোডের বাসিন্দা। বাড়িতে বাবা ও দুই ভাইয়ের সাথে থাকতেন ওই যুবক। আর মা আলাদা থাকতেন বলে পরিবার সূত্রে খবর।

    পুলিশ সূত্রে খবর, পরিবারে বেশ কিছুদিন ধরেই একটি অশান্তি চলছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার চলাকালীন পারিবারিক অশান্তিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই যুবক। শেষ পরীক্ষার আগেই যুবকের ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার যথেষ্ট বিভ্রান্তি তৈরি করেছে। পুলিশ সূত্রে খবর, ঘরের সিলিংয়ে বাঁশের সঙ্গে ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি আত্মহত্যা। কিন্তু ঘরে কোনও মহিলা সদস্য না থাকার পরেও কীভাবে ওড়না দিয়ে ফাঁস লাগলো তা নিয়েও ধন্দ্বে পুলিশ। যুবকটির দেহ শুক্রবার ময়নাতদন্তের জন্য এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)