• কল্যাণী লোকালে শিশু চোর সন্দেহে আটক মা-ই!
    ২৪ ঘন্টা | ২২ মার্চ ২০২৫
  • অয়ন ঘোষাল: গোল পাকিয়েছে করোনাই। প্রথমে অবশ্য় তা বোঝা যায়নি। তাই চোর সন্দেহে আটক শিশুর মা-ই! দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে ভুল ভাঙল পুলিসের। ঘটনাটি ঘটেছে ব্য়ারাকপুরে।

    ঘটনার সূত্রপাত আজ, শুক্রবার সকালে। অফিস টাইমের কল্য়াণী লোকাল। বিধাননগর স্টেশন থেকে আপ কল্যাণী লোকালে ওঠেন এক মহিলা। সঙ্গে ছিল এক শিশুও। কিন্তু এত কাঁদছে কেন সে? সন্দেহ হয় ট্রেনের অন্য যাত্রীদের। এরপর ট্রেন যখন ব্যারাকপুরে স্টেশনে তখন থামে, তখন এই মহিলা ও শিশুকে রেল পুলিসের হাতে তুলে দেন তাঁরা। আশঙ্কা ছিল, ওই মহিলা হয়তো পাচারকারী। ওই শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছেন। 

    ওই মহিলাকে আটক করে জিআরপি। এরপর নিয়মাফিক তাঁকে তুলে দেওয়া হয় পুলিসের হাতে। শেষপর্যন্ত জানা যায় শিশুটির পরিচয়। এমনকী, ওই মহিলাই যে শিশুটির মা, সে বিষয়ে নিশ্চিত হয় পুলিস।  

    পুলিস সূত্রে খবর, ২০২০ সালে করোনার সময়ে জন্ম শিশুটির। এর কিছুদিন পরেই করোনায় আক্রান্ত হন শিশুটির মা-ও। নিরাপত্তার কারণে শিশুটিকে রেখে আসা হয় তাঁর মাসীর বাড়ির বিধাননগরে। মাঝে কেটে গিয়েছে ৫ বছর। শিশুটিকে মা-কে প্রায় দেখেইনি বললে চলে। আজ, শুক্রবার সকালে বিধাননগর থেকে  নৈহাটির বাড়িতে ফেরার পথে, মাকে চিনতে না পেরে ট্রেনে কাঁদছিল শিশুটি।

    এদিকে, আজ শুক্রবারও একই ঘটেছে শিয়ালদহ স্টেশনেও। । ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক মহিলাকে শিশু সহ আটক করেছিল আরপিএফ। যাত্রীদের অভিযোগ ছিল, শিশুটি অনেকক্ষণ ধরে কাঁদছিল। ওই মহিলাকে পাচারকারী বলে সন্দেহ হয়েছিল তাঁদের। কিন্তু পরে পুলিস নিশ্চিত হয় যে, শিশুটি ওই মহিলারই।  এর আগে, হাওড়া স্টেশন থেকে উধাও হয়ে গিয়েছিল সাড়ে তিন বছরের শিশুকন্যা। রাজস্তান থেকে উদ্ধার করা হয় তাকে। দিন করে আগে খাস কলকাতার পার্ক স্ট্রিটেও শিশু চুরির ঘটনা ঘটে। এক পর এক ঘটনায় সন্দেহ বাড়ছে বলে মনে করা হচ্ছে। 

  • Link to this news (২৪ ঘন্টা)