• মর্মান্তিক দুর্ঘটনা! নিবেদিতা ব্রিজ থেকে নিচে পড়ল গাড়ি, মৃত ৪...
    ২৪ ঘন্টা | ২২ মার্চ ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিবেদিতা সেতুর (Nivedita Setu) কাছে শুক্রবার ভোর সকালে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। টায়ার ফেটে উলটে গেল গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। ঘটনায় আহত হয়েছেন একাধিক।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে হাওড়ার নিবেদিতা সেতুর কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। এদিন উত্তর ২৪ পরগনার হাবরা থেকে হাওড়ায় যাচ্ছিলেন বেশ কয়েকজন। একটি গাড়ির মাথায় বসেছিলেন ৬ শ্রমিক। ওই গাড়িটিতেই তাঁদের মালপত্র বোঝাই করে হাটে বিক্রির উদ্দেশ্যে তাঁরা যাচ্ছিলেন। আচমকা চার চাকার গাড়িটির টায়ার ফেটে যায়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে নিবেদিতা সেতুর উপরেই গাড়িটি উল্টে যায়।  

    যে ৬ শ্রমিক গাড়ির মাথায় ছিলেন, তাঁরা সকলেই ছিটকে পড়েন বহুদূর। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। স্থানীয়দের তৎপরতায় আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত বাকি দু'জনের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

  • Link to this news (২৪ ঘন্টা)