• এবার থেকে অনলাইনে পুলিশের পোস্টিং এবং ট্রান্সফার হবে, নয়া নিয়ম চালু নবান্নের
    হিন্দুস্তান টাইমস | ২২ মার্চ ২০২৫
  • পুলিশে বদলি হয়েই থাকে। এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হয়। আর পোস্টিং নিয়েও যেতে হয় দায়িত্ব পালন করতে। এবার থেকে পুলিশ কর্মীদের জন্য পোস্টিং এবং ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল নবান্ন। এখন থেকে আর লিখিত আবেদন গ্রহণ করা হবে না। কারও যদি কোথাও পোস্টিং চাই অথবা বাড়ির কাছে ট্রান্সফার লাগে তাহলে পুলিশ কর্মীদের শুধুমাত্র মোবাইল অ্যাপ পিপিএমএস এবং ই–এইচআরএমএস পোর্টাল ব্যবহার করতে হবে। এই দুটি বিষয়ে ১১ এপ্রিল পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে বলে নবান্ন সূত্রে খবর।

    অনেক সময় কাজের নিরিখে এবং পরিবারের স্বার্থে পোস্টিং এবং ট্রান্সফারে অদলবদল চান বহু পুলিশকর্মী। তাঁদের জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে। তাতে পুলিশ কর্মীদের অনেক সুবিধা হবে। নতুন নিয়ম অনুযায়ী, সকল সাব–ইনস্পেক্টর, সহকারি সাব–ইনস্পেক্টর, সহকারি সাব–ইনস্পেক্টর , কনস্টেবল, মহিলা কনস্টেবল এবং পুলিশের ড্রাইভাররা পর্যন্ত নিজেদের ট্রান্সফার বা পোস্টিংয়ের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এই খবর চাউর হতেই এখন পুলিশ মহলে খুশির হাওয়া বইতে শুরু করেছে। সাধারণ বদলি বা ট্রান্সফারের জন্য ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল ২০২৫ পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। সেখানেই আবেদন করতে হবে। আর শারীরিক অসুস্থতার জেরে বদলির জন্য সারা বছরই আবেদন করতে পারবেন।


    অনলাইনে বদলি বা পোস্টিংয়ের ক্ষেত্রে আবেদন করলে সুবিধা আছে। এই পদ্ধতি মেনে আবেদন করলে কাউকে ধরতে হবে না। কারও মুখাপেক্ষী হতে হবে না। সরাসরি আবেদন করে তার উত্তর মিলে যাবে। তবে এখন থেকে লিখিত আবেদন আর গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, পুরনো আবেদনও যেগুলি লিখিতভাবে করা হয়েছে সেগুলি বাতিল করা হবে। এমনকী নতুন নিয়ম কার্যকর হতেই কোনও লিখিত আবেদন গ্রহণ করা হবে না। আগে জমা পড়া বদলির আবেদনপত্রও বাতিল বলে গণ্য করা হবে। শুধু অনলাইনে করা আবেদনগুলিই স্বীকৃতি পাবে। এই তথ্য প্রকাশ্যে আসতেই কিছু পুলিশ কর্মীর কাছে খারাপ খবর হয়ে গেল।

    অনেকেই আগে লিখিতভাবে আবেদন করে রেখেছে। সেগুলি বাতিল হয়ে গেলে কী করবেন তাঁরা?‌ উঠছে প্রশ্ন। প্রশাসনিক সূত্রে খবর, তাঁরাও অনলাইনে আবেদন করতে পারবেন। সেগুলি খতিয়ে দেখা হবে। এই কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য প্রত্যেক জেলা এবং প্রত্যেক ইউনিটের সদর দফতরে একটি ‘সহায়তা কেন্দ্র’ গঠন করা হবে। সেখানে প্রশিক্ষিত পুলিশ কর্মীদের মাধ্যমে আবেদন যাঁরা করবেন তাঁদের সহায়তা করা হবে। এই নির্দেশিকা দ্রুততার সঙ্গে কার্যকর করতে হবে। ব পুলিশ কর্মীদের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। এমনকী জেলা এবং ইউনিটগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)